আর সহ্য করতে পারছি না! ট্রমায় কসবা গণধর্ষণের মূল অভিযুক্ত মনোজিতের প্রেমিকা

Date:

Share post:

একটি কলেজ ছাত্রীর গণধর্ষণের ঘটনার পরে সেটির প্রেক্ষিতে আরেক তরুণীকে স্যোশাল মিডিয়ায় হেনস্থা। মানসিক যন্ত্রণায় জর্জরিত সেই তরুণী এখন রীতিমতো ট্রমায়। সেই আইনজীবী তরুণী আর কেউ নন, তিনি ধৃত মনোজিৎ মিশ্রর (Manajit Mishra) বান্ধবী। ২০১৮ থেকে তাঁরা সম্পর্কে ছিলেন। ২৫ জনের ঘটনা সামনে আসার পরে তিনি মেনেই নিতে পারছেন না যে, তাঁর প্রেমিক এমন কাজ করতে পারেন। আরও অসহনীয় হয়ে উঠছে যখন, অনেকভাবে নিজেরে আড়ালে রাখার চেষ্টা করার পরেও স্যোশাল মিডিয়ায় তাঁর ছবি-সহ অশালীন আক্রমণ করা হচ্ছে।

২০১৮ থেকে মনোজিতের (Manajit Mishra) সঙ্গে সম্পর্কে রয়েছেন তরুণী। আর কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছিল। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন তাঁরা। ফলে অনেকেই জানতেই সেই খবর। সেই সময় এসেছিল শুভেচ্ছার বন্যা। এই সময়ই বিপর্যয়। কলেজ (Kasba Law Student) ক্যাম্পাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগে মূল হোতা হিসেবে গ্রেফতার মনোজিৎ। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভেঙে পড়েন পেশায় আইনজীবী ওই তরুণী। প্রথমে এই কথা তিনি বিশ্বাসই করতে পারেননি। পরে মনোজিতের প্রোফাইল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইল লক করে দেন। কিন্তু তাতেও লাভ হয়নি। মনোজিতের প্রেমিকার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে স্যোশাল মিডিয়ায়। প্রবল আক্রমণ করা হচ্ছে তাঁকে।

কিন্তু কেন এই প্রবণতা! এক তরুণীর জন্য ন্যায়বিচার চাইতে গিয়ে আরেক তরুণীকে বিনাদোষে আক্রমণ কেন! এখন এই ঘটনার সঙ্গে মনোজিতের প্রেমিকার কোনও যোগসূত্র তো মেলেনি। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত এই তরুণী। তাঁর কথায়,  “আর সহ্য করতে পারছি না“। অপরিচিতরা শুধু নন, আত্মীয়রাও কথা শোনাতে ছাড়ছেন না। এই পরিস্থিততে মানসিক যন্ত্রণায় জর্জরিত তরুণী।

spot_img

Related articles

অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল, গিলের পরিবর্তে রোহিতই করবেন ভারতের অধিনায়কত্ব?

টেস্টের পর এক দিনে ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন শুভমান গিল(Shubhaman Gill)। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে...

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...