গড়ফায় দুষ্কৃতী দাপট, ছিঁড়ল তৃণমূলের পোস্টার: তদন্তে পুলিশ

Date:

Share post:

প্রকাশ্যে নয়, রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee ) ছবি লাগানো ২১শে জুলাইয়ের (21 July) পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। আনোয়ার শাহ কানেক্টরের উপর একটি বাজারের উল্টো দিকে শীতলা মন্দিরের কাছে মণ্ডল ব্রিজ সংলগ্ন এলাকায় ২১শে জুলাইয়ের (21 July) পোস্টার লাগানো হয়। কিন্তু সকালে দেখা যায় সেখানেই একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হয়।

তৃণমূলের তরফে অভিযোগের তীর বিজেপি-সিপিএমের দিকে। এই নিয়ে ইতিমধ্যেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করলেন এলাকার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর-সহ তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা। সেখানে জমা দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজও। ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন আলো লাগানো বড় পোস্টার লাগানো হয়েছিল। সকালে নজরে আসে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো সেই ব্যানার কেটে ফেলা হয়েছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে দেখা যাচ্ছে সাড়ে ১২টার একটু পরে মধ্যবয়স্ক কয়েকজন ব্যানার ছিঁড়ে দেয়। থানার ওসির কাছে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে যথোপযুক্ত ব্যবস্থার আশায়। তিনি আরও জানান এর আগে এরকম ঘটনা এই এলাকায় ঘটেনি।

প্রসঙ্গত, রাজ্যজুড়েই চলছে ২১শে জুলাইয়ের প্রস্তুতিপর্ব। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নির্দেশ নিতে সেদিন ধর্মতলার প্রাণকেন্দ্রে জড়ো হবেন বিপুল সংখ্যক তৃণমূল কর্মীরা। বিধানসভা ভোটকে মাথায় রেখে এবার সর্বকালীন রেকর্ড ভিড় হবে বলে মনে করছে তৃণমূলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব। পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। আর তার মাঝেই এই ধরণের অপ্রীতিকর ঘটনা প্রস্তুতিপর্বে ছন্দপতন বটেই। আরও পড়ুন : রাম-বাম এক: জ্য়োতি বসুকে রাজনৈতিক শ্রদ্ধায় বুঝিয়ে দিলেন শমীক

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...