Wednesday, November 5, 2025

১০ জানালা ৪ দরজা রঙ করতে আড়াই লাখ! মধ্যপ্রদেশে শিক্ষা-দুর্নীতি ফাঁস

Date:

Share post:

আর্থিক তছরুপকে নতুন মাত্রা দিল বিজেপির মুখ্যমন্ত্রী মোহন যাদব শাসিত মধ্যপ্রদেশ (Madhyapradesh)। শুধুমাত্র রঙ করার জন্য এত খরচ দেখানো হল যাতে গোটা বাড়িই তৈরি করে ফেলা সম্ভব। শিক্ষা দফতরের এত বড় আর্থিক কেলেঙ্কারি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ছবির সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে মধ্যপ্রদেশ শিক্ষা দফতর (Education department)। যদিও স্কুল রঙ করানোর মানে লক্ষ লক্ষ টাকা উঠে গেলেও আদতে দুটি স্কুলে কোনও কাজই হয়নি।

সরকারি টাকা নয়ছয়কে রীতিমত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে মধ্যপ্রদেশের শাহদোল (Shahdol) জেলার দুই সরকারি স্কুল। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা বিলে দেখা গিয়েছে শাহদোল জেলার শাকান্ডি স্কুলের দেওয়ালে রঙ করতে খরচ হয়েছে মাত্র ৪ লিটার রঙ। সেই রঙ করতে শ্রমিক (labour) ব্যবহার করা হয়েছে ১৬৮ জন ও রাজমিস্ত্রি (mason) লেগেছে ৬৫ জন। খরচ হয়েছে ১ লক্ষ ৬৯৮৪ টাকা।

একই অবস্থা আরও এক সরকারির স্কুলের। নিপানিয়া গ্রামের সরকারি স্কুলটিতে রঙ হয়েছে ১০টি জানালা, চারটি দরজা রঙ করতে খরচ করা হয়েছে ২০ লিটার রঙ। সেখানে ২৭৫ জন শ্রমিক (labour) ও ১৫০ জন রাজমিস্ত্রী (mason) ব্যবহার করা হয়েছে। খরচ হয়েছে ২ লক্ষ ৩১ হাজার ৬৫০ টাকা। তবে বাস্তবে দেখা যাচ্ছে দুটি স্কুলেই কোনও কাজ হয়নি। কাজ না করেই বিপুল পরিমাণ টাকা উঠে গিয়েছে শিক্ষা দফতর (Education Department) থেকে।

আরও পড়ুন: সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটাই থাকবে না: ফের উসকানি শুভেন্দুর

সেই টাকা তোলাতেও অসামান্য প্রতিভার নজির রয়েছে। যে ঠিকাদার সংস্থা কাজ করেছে তারা যে বিল দিয়েছে তা দেওয়া হয়েছে মে মাসে। অথচ দুটি স্কুলের প্রধান শিক্ষকই এপ্রিল মাসে সেই বিল দুটিতে ছাড়পত্র দিয়েছেন। অর্থাৎ কাজ হওয়ার এক মাস আগেই টাকা পেয়ে গিয়েছেন ঠিকাদার। আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিলে দেখা যাচ্ছে সেখানে স্বাক্ষর রয়েছে জেলা শিক্ষা অধিকর্তারও (DEO)। অর্থাৎ শুধুমাত্র দুটি স্কুল নয়, আর্থিক দুর্নীতি জেলা স্তর বা তার উপর পর্যন্তও যে বিস্তৃত হতে পারে তা প্রকাশিত এই দুর্নীতিতে। আবার সেই শিক্ষা দফতরই জানিয়েছে বিষয়টি নিয়ে তারাই তদন্ত করবে।

spot_img

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...