ইতিহাসের বইতে কংগ্রেস নেতা, নেত্রীদের সময়ের কাহিনী, ছবি ভরা। কিন্তু নেই অটল বিহারী বাজপায়ি বা নরেন্দ্র মোদির কোনও উল্লেখ। সেই ধরনের ইতিহাস (history) বই কীভাবে চলতে পারে বিজেপি শাসিত রাজস্থানে (Rajasthan)। প্রশ্ন তুললেন খোদ শিক্ষামন্ত্রী (education minister)। এবার ইতিহাস বই থেকে কংগ্রেসের (Congress) ইতিহাস সরিয়ে ফেলতে রীতিমত শুরু হয়েছে তদন্ত।

২০২৩ সালে রাজস্থানের ক্ষমতায় আসে বিজেপি। তার আগে কংগ্রেসের সময়ে প্রবর্তিত বই বা সিলেবাস এখনও শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে রয়ে গিয়েছে। দ্বাদশ শ্রেণির ইতিহাসের (history) পাঠ্য হিসাবে রয়ে গিয়েছে ‘আজাদি কে বাদ কা স্বর্ণিম ভারত কা ইতিহাস’। সেই বইতে গান্ধী ও নেহেরু পরিবারের ইতিহাস, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবদানের বিশদ বর্ণনা রয়েছে। তাঁদের বড় বড় ছবিও রয়েছে। অথচ কোনও বিজেপির শীর্ষ নেতা বা প্রাক্তন, এমনকি বর্তমান প্রধানমন্ত্রীরও উল্লেখ নেই।

আরও পড়ুন: নির্মাণ দুর্নীতি! মোদির গুজরাটে ৪২ কোটি টাকার সেতু ভাঙতে বরাত ৮ কোটির

অটল বিহারী বাজপায়ি বা নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রীদের উল্লেখ না থাকায় বেজায় খেপলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার। তাঁর দাবি, এই বই কংগ্রেসের (Congress) ছাপা। শিক্ষা দফতরের সিলেবাসে এই ধরনের বই চলতে পারে না। গোটা বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

–

–

–

–

–

–

–
–
–
–