আইলিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশি (Interkashi)। কোর্ট অব অ্যার্বিট্রেশনের (CAS) রায় ঘোষণার পরই উৎসবের মেজাজে ইন্টার কাশি। আসন্ন মরসুমেই ফের একবার আইএসএলে দেখা যাবে আন্তোনিও লোপেজ হাবাসকে। শুক্রবারই ফেডারেশনের আবেদনকে নাকোচ করে ইন্টার কাশির (Interkashi) পক্ষে রায় দিয়েছে কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস। সেখানেই স্পষ্ট বলে দেওয়া হয়েছে ইন্টারকাশিকেই আইলিগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করতে হবে ফেডারেশনকে।

অর্থাৎ ফেডারেশন চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করলেও, সেই সিদ্ধান্ত বদলাতেই হবে এবার তাদের। যদিও এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেই রয়েছেন ফেডারেশন (AIFF) কর্তারা। তাদের তরফ থেকে নাকি এখনও পর্যন্ত ইন্টার কাশির সঙ্গে যোগাযোগও করা হয়নি। এমনকি ট্রফি কবে ইন্টার কাশিকে (Interkashi) তুলে দেওয়া হবে তা নিয়েও ফেডারেশনের তরফে সেভাবে কিছু জানানো হয়নি।

আইলিগের ম্যাচের সময়ই ইন্টার কাশির বিরুদ্ধে সরব হয়েছিল নামধারী এফসি, রিয়্যাল কাশ্মির, চার্চিল ব্রাদার্স সহ কয়েকটি ক্লাব। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আইলিগের নিয়ম ভঙ্গের। আইলিগের নিয়ম অনুযায়ী কোনও ফুটবলারকে মরসুমের মাঝে ছেড়ে দেওয়া হলে, সেই মরসুমেই দ্বিতীয়বার সই করানো যায় না।

কিন্তু ইন্টার কাশি নাকি তেমনটাই করেছিল। এরপরই ফেডারেশনের শাস্তি নেমে এসেছিল ইন্টার কাশির ওপর। তাদের থেকে চার পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই পয়েন্ট চার্চিল এবং নামধারীকে দেওয়া হয়েছিল। এরফলেই চ্যাম্পিয়ন হয়েছিল চার্চিল ব্রাদার্স।

এরপরই পাল্টা দাবী জানিয়েছিল ইন্টার কাশিও। ফেডারেশনের অনুমতি ছাড়া কোনওকিছুই সম্ভব নয়। অর্থাৎ ফেডারেশনে তাদের কিছু বলেনি কেন। এরপরই কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হয়েছিল ইন্টার কাশি। সেখানেই শেষপর্যন্ত ইন্টার কাশিরই জয় হল।

শুক্রবারই তাদের পক্ষে রায় দিয়েছে কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টস। আর আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার ফলে এবারের আইএসএলে চার্চিল নয় খেলতে দেখা যাবে ইন্টার কাশিকেই।

–

–

–

–
–
–
–
–
–