আজ যখন বাংলা ভাষা ও বাঙালিদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, সেই সময় দ্বিজেন্দ্রলালের রচনাগুলি আরও বেশি প্রাসঙ্গিক। বিখ্যাত কবি, নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিজেন্দ্রলাল রায়ের তথা ডিএল রায়ের (D L Ray) গান, কবিতা সেই সময় স্বাধীনতা সংগ্রাম ও দেশপ্রেমের উদ্বুদ্ধ।

এখন যখন দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের উপর আক্রমণ হেনস্থা খবর পাওয়া যাচ্ছে, তখন ডিএল রায়ের (D L Ray) কথা উল্লেখ করেন মমতা। শনিবার, নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রখ্যাত দেশপ্রেমিক কবি, নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তীতে আমরা তাঁর সৃষ্টির কথা স্মরণ করি এবং বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।”

এর পরেই ভিনরাজ্যে বাংলাভাষীদের বিরুদ্ধে আক্রমণ প্রসঙ্গ মুখ্যমন্ত্রী লেখেন:
“আজ যখন সারা দেশে বাংলা ভাষা ও বাঙালিদের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চোখে পড়ছে, সেই প্রেক্ষিতে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তীর এই শুভদিনে তাঁর রচনাগুলিকে স্মরণ করার প্রয়োজন আরও জোরালভাবে অনুভূত হচ্ছে।”

মুখ্যমন্ত্রীর কথায়, দ্বিজেন্দ্রলালের লেখা অসংখ্য দেশাত্মবোধক গান ও নাটক ভবিষ্যতেও অনুপ্রেরণার দেবে। মমতা জানান:
“আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন এই মহান কবির সম্মানে আমি ‘ধনধান্য এক্সপ্রেস’-এর সূচনা করি, যে ট্রেন আজও কৃষ্ণনগর – কবির জন্মস্থান থেকে যায়। আমরা তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে কলকাতার আলিপুরে নির্মিত একটি অতিপ্রযুক্তি অডিটোরিয়ামের নাম রেখেছি ‘ধনধান্য অডিটোরিয়াম’ এবং আলিপুর সেতুর নাম দিয়েছি ‘ধনধান্য সেতু’।”
আরও খবর: বাংলায় ভক্তির নাটক, অসমের কালী মন্দির ভাঙার নির্দেশ বিজেপির! কটাক্ষ তৃণমূলের

–

–

–

–

–

–
–
–
–
–