ইংল্যান্ডের ২২ গজে ভারতীয় মহিলাদের জয়রথ, T20-র পর ODI সিরিজ জয় হরমনপ্রীতদের

Date:

Share post:

ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের পর পঞ্চাশ ওভারের ওয়ানডে সিরিজেও ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দলের দাপট অব্যাহত। মঙ্গলবার রিভারসাইড গ্রাউন্ডে ব্রিটিশ মহিলা বাহিনীকে ১৩ রানে হারিয়ে ওডিআই সিরিজ ২-১এ জিতে নিল টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team won ODI Series in England)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ইন্ডিয়ান উইমেন দল করে ৩১৮ রান। ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ৫৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে বেস গড়ে দেন। এরপর ভারত অধিনায়ক অনবদ্য শত রানের ইনিংস খেলেন। ইংল্যান্ড সিরিজের প্রথম থেকেই মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল হরমনপ্রীতের (Harmanpreet Kaur) ফর্ম। কিন্তু সিরিজের নির্ণায়ক ম্যাচে তিনি বুঝিয়ে দিলেন কেন তাঁর চওড়া ব্যাটে আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। জেমিমা (Jemima Rodregeus) এই ম্যাচেও নিজের ছাপ রাখলেন। শুধু যে ব্যাট হাতে হাফসেঞ্চুরি করলেন তাই নয় ফিল্ডিংয়েও তাঁর ঝকঝকে উপস্থিতি। তবে সেন্টার অফ অ্যাট্রাকশন যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি নিঃসন্দেহে ক্রান্তি গৌড (Kranti Goud)। এক ম্যাচে ছয় উইকেট। এই একজন ভারতীয় মহিলা পেসারের আক্রমণেই কুপোকাত ইংল্যান্ডের মহিলা ব্রিগেড।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এর আগে দুই দলই একটি করে ম্যাচ জিতে থাকায় মঙ্গলবার কার্যত ফাইনাল খেলতে নেমেছিল দুপক্ষই। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে কোনও ভুল করেননি কৌর। শুরুটা খারাপ করেনি টিম ইন্ডিয়া। মোটামুটি সব ব্যাটাররাই রান পেয়েছেন। হরলিন দেওল এই ম্যাচে ৬৫ বলে ৪৫ রান করে ক্যাপ্টেনকে যোগ্য সঙ্গ দেন। এরপর চলে হরমনপ্রীত আর জেমিমার দাপট। তবে শেষ বেলায় ম্যাজিক দেখালেন বঙ্গকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। ১৮ বলে ৩৮ রানের ইনিংসে তিনটে চার ও দুটো ছয় মেরে ভারতকে রানের চূড়ায় পৌঁছে দেন তিনি। এরপর বল হাতে পেতেই প্রথম দু ওভারে ব্যাক টু ব্যাক উইকেট নেন ক্রান্তি গৌড। এরপর ইংল্যান্ডের ক্যাপ্টেন শিভার ব্রান্ট (৯৮) ও নির্ভরযোগ্য ব্যাটার ল্যাম্ব (৬৮) খেলার হাল কিছুটা ধরার চেষ্টা করলেও, ৩১৯ সালের লক্ষ্যমাত্রা পৌঁছতে যে প্রয়োজনীয় রান রেট দরকার ছিল প্রথম থেকেই তা তুলতে অসমর্থ্য হন ব্রিটিশ প্লেয়াররা। তার উপর বাংলার প্লেয়ার দীপ্তি শর্মা প্রতিপক্ষ ক্যাপ্টেনকে আউট করার পর বাকিদের খুব একটা কিছু করার ছিল না। দীপ্তি অবশ্য মঙ্গলবারের ম্যাচে অসাধারণ একটি ক্যাচও ধরেন।যদিও ম্যাচ গড়ায় একেবারে শেষ ওভার পর্যন্ত। ৯.৫ ওভার বল করে ৬ উইকেট নিয়েছেন ক্রান্তি। ম্যাচ শেষে গর্বিত ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন বলেন হরমনপ্রীত কৌর বলেন পুরো সিরিজে টিমের প্রত্যেকে ভাল খেলেছে। তাই সকলের মিলিত প্রচেষ্টাতেই এই জয় সম্ভব হয়েছে। ক্রীড়া বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বরে ODI বিশ্বকাপের আগে ভারতীয় মহিলা দলের এই ফর্ম নিশ্চিন্তে রাখবে টিম মানেজমেন্টকে।

spot_img

Related articles

অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল, গিলের পরিবর্তে রোহিতই করবেন ভারতের অধিনায়কত্ব?

টেস্টের পর এক দিনে ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন শুভমান গিল(Shubhaman Gill)। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে...

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...