Friday, November 21, 2025

NRS-এর হস্টেলে DJ বাজিয়ে পার্টি! JDF-এর বিরুদ্ধে অভিযোগ JDA-এর

Date:

Share post:

হাসপাতাল চত্বর। আর সেখানেই জুনিয়র চিকিৎসকদের হস্টেলে তীব্র আওয়াজে DJ বাজিয়ে চলছে পার্টি। আর সেই পার্টিতে যাঁরা ছিলেন, তাঁরা না কি ‘দ্রোহে’র সমর্থক জুনিয়র ডক্টর ফ্রন্টের ঘনিষ্ঠ। অভিযোগ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের। তবে, এই অভিযোগ মানতে নারাজ JDF। এদিকে, যেখানে এই ঘটনা সেই NRS মেডিক্যাল কলেজে ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দিরা দের মতে, এটি একেবারেই ঠিক নয়। কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে।

আর জি করে চিকিৎসক পড়ুয়া তরুণীর নৃশংস ধর্ষণ-খুনের পরে মেডিক্যাল কলেজে নিরাপত্তা ও হস্টেলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। কড়া পদক্ষেপের নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। তখন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভ-আন্দোলন করে JDF। সেই সময়ই তাদের বিরোধী JDA অভিযোগ করে, সুষ্টু পরিবেশের দাবিতে নয়, নিজেদের দাবি মেটাতেই আন্দোলনে নেমেছে JDF। তবে, সেই ঘটনার বছর ঘোরার আগেই দেখা গেল সেই NRS-এর জুনিয়র ডাক্তারদের হস্টেলের ১৯ জুলাই, শনিবার রাতে ডিজে বাজিয়ে চলে নাচ-পার্টি। হাতে পানীয়র গ্লাস। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

এই ভিডিও দেখিয়ে JDA-র মুখপাত্র ডাঃ সৌম্যদীপ দত্তর অভিযোগ, যাঁদের দেখা যাচ্ছে তাঁরা JDF ঘনিষ্ঠ। এভাবে হাসপাতালের মধ্যে উশৃঙ্খল আচারণের তারা তীব্র বিরোধী। এই JDF-ই বিচার চাওয়ার নামে একবছ আগে নিজেদের স্বার্থসিদ্ধি, ক্ষমতা দখল, কর্তৃত্ব জাহিরের চেষ্টা করে। কিন্তু তারা যে নিজেরা সুশৃঙ্খল নয়- এটা তারই প্রমাণ- অভিযোগ JDA-র।

যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ JDF। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কেউ জড়িত নয়। তাঁরা এই ধরনের ঘটনা সমর্থন করেন না বলে জানান JDF-এর অনিকেত মাহাত।

এনআরএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দিরা দে জানান, এই কাজ একেবারেই ঠিক হয়নি। কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে।
আরও খবরনবজাতকের মৃত্যুর মামলায় তদন্ত বন্ধের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট

spot_img

Related articles

কয়লা পাচারে ৪০ জায়গায় তদন্তে ইডি-সিবিআই: ঝাড়খণ্ডে উদ্ধার টাকা

কয়লা পাচার মামলায় ফের রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। বাংলার পাশাপাশি তল্লাশি চালানো হয় ঝাড়খণ্ডেও। বেআইনি কয়লা পাচারের (coal...

চোরের মন পুলিশ পুলিশ! ভূমিকম্প নিয়ে BJP-TMC-র নারদ-নারদ

সাম্প্রতিক সময়ে যে কোনও ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া যেন রীতি হয়ে গিয়েছে। সামাজিক, পারিবারিক থেকে প্রাকৃতিক বিষয়কেও ছাড়ছে...

পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

শুক্রবার সকালে আচমকাই কেঁপে উঠল বাংলাদেশসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্প অনুভূত হয় বাংলার বিস্তীর্ণ এলাকায়। প্রায় দেড়...

গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই সঙ্গে আগাম জামিনের পথে গিয়ে নিজের গ্রেফতারির...