Monday, December 29, 2025

বেকারত্ব নিয়ে মোদি সরকারের পরিসংখ্যান ভাঁওতা: তথ্য তুলে ফাঁস করলেন অমিত মিত্র

Date:

Share post:

বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মোদি সরকার বাস্তবে কর্মসংস্থানের প্রশ্নে সম্পূর্ণ ব্যর্থ—এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের মুখ্য আর্থিক উপদেষ্টা তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. অমিত মিত্র। কেন্দ্রীয় সরকারের বেকারত্ব সংক্রান্ত পরিসংখ্যানকে “চালাকি ও বিভ্রান্তিকর” বলে দাবি করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অমিত মিত্র লেখেন, “এটা অত্যন্ত আশ্চর্যজনক যে, মোদি সরকারের বেকারত্ব সংক্রান্ত সমীক্ষা বাস্তবতা আড়াল করার উদ্দেশ্যে তৈরি। সম্প্রতি এক সরকারি সমীক্ষায় বেকারত্বের হার দেখানো হয়েছে ৪ শতাংশের কাছাকাছি। অথচ আন্তর্জাতিক অর্থনীতিবিদদের মতে, এই তথ্য ভুল এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার বেকারত্ব কম দেখানোর জন্য কৌশলে পরিসংখ্যানের সংজ্ঞাই বদলে দিয়েছে। যেমন অবৈতনিক পারিবারিক শ্রমকে কর্মসংস্থান হিসেবে দেখানো হয়েছে, এমনকী সপ্তাহে মাত্র এক ঘণ্টা কাজ করা মানুষকেও ‘নিযুক্ত’ হিসেবে ধরা হয়েছে। এতে প্রকৃত বেকারদের একাংশ পরিসংখ্যানের বাইরে চলে গিয়েছে।

ড. মিত্র আরও লেখেন, “সরকার বলছে দেশে বেকারত্ব ৪.৯ শতাংশ, অথচ নিরপেক্ষ গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) বলছে, বেকারত্বের হার ৮.০৫ শতাংশ। বাস্তবে দেশে ৪ কোটির বেশি মানুষ বেকার, যা স্পেনের মোট জনসংখ্যার কাছাকাছি। শুধু তাই নয়, দেশের ৮৩ শতাংশ যুবক-যুবতী কর্মহীন।”

উল্লেখযোগ্যভাবে, কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ১১ বছরে সারা দেশে মাত্র ২২ লক্ষ সরকারি চাকরি হয়েছে। জুন ২০২৫-এ যুবসমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৫.৩ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক।

অমিত মিত্র বলেন, “বেকার সমস্যা নিয়ে মোদি সরকারের প্রচার ও পরিসংখ্যানের মধ্যে ফারাক ক্রমেই প্রকট হচ্ছে। এই গোপনীয়তা ও বিভ্রান্তির রাজনীতি থেকে সরকার সরে এসে প্রকৃত চিত্র তুলে ধরুক—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।”

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে ভারতের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হল কর্মসংস্থানের ব্যাপক ঘাটতি। কেন্দ্রীয় সরকার যদি এই সমস্যার কার্যকর সমাধানে মন না দেয়, তাহলে আগামী দিনে আরও তীব্র সামাজিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে দেশ।

আরও পড়ুন – এত দুঃসাহস কি করে হয়? স্টুডিও পাড়ার মামলায় প্রশ্ন বিচারপতির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...

মঙ্গলে বাঁকুড়ায় মমতা, SIR আবহে নির্দেশের অপেক্ষায় নেতা-কর্মীরা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে যখন এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই আবহেই মঙ্গলবার...

বিশেষ সংশোধনীতে প্রবীণ ভোটারদের স্বস্তি! শুনানিতে হাজিরার বাধ্যবাধকতা নয় 

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন প্রবীণ, গুরুতর অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য...