সেপ্টেম্বরেই SSC-এর পরীক্ষা: দিন জানাল শিক্ষা দফতর, সময় জানাবে কমিশন

Date:

Share post:

সুখবর! SSC-এর পরীক্ষার দিন জানাল করল শিক্ষা দফতর। এসএসসি-তে শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছিল। শিক্ষা দফতর সূত্রে খবর, ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি-র পরীক্ষা হবে। এই নিয়ে ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে সবুজ সংকেত মিলেছে। তবে কখন পরীক্ষা হবে সেই বিষয়টি চূড়ান্ত করবে স্কুল সার্ভিস কমিশন। প্রথমে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী এসএসসিতে আবেদনের শেষ সময় ছিল ১৪ জুলাই পর্যন্ত। তবে সেই আবেদনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করা হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল SSC। ১৬ জুন থেকে এসএসসি পোর্টালের মাধ্যমে নিয়োগের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন বাড়ানোর ব্যাপারে এসএসসি-র তরফে জানানো হয়েছিল, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির প্যানেলে বাতিলের রিভিউ পিটিশন দায়ের করছে। জুলাই মাসের শেষ দিকে পিটিশনের শুনানি হওয়ার কথা।

তাছাড়া OBC সংরক্ষণের বিষয়টি নিয়ে চারদিন পোর্টাল বন্ধ ছিল। সেই সময় অনেকেই আবেদন করতে পারেননি। এছাড়াও এসএসসি নিজেদের বেশ কিছু টেকনিক্যাল সমস্যার কথাও শিক্ষা দফতরকে জানিয়েছিল। সবমিলিয়ে রাজ্যের শিক্ষিত যোগ্য ছেলেমেয়েরা যাতে নিয়োগের সুযোগ বেশি করে পায় তার জন্যই আবেদনের সময়সীমা বাড়ানো হয়। এবার পরীক্ষার দিনও জানা গেল। এবার শুধু সূচি জানার অপেক্ষা।
আরও খবরআধিকারিকদের দায়িত্বের উল্লেখ: হাই কোর্টের রায় চ্যালেঞ্জ, রাজ্যের ওবিসি মামলা শুনবে সুপ্রিম কোর্ট

spot_img

Related articles

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...