Thursday, December 4, 2025

সম্মতিতেও যৌনতার বয়সসীমা ১৮: সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Date:

Share post:

নাবালিকা ও কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিমূলক সম্পর্কের ক্ষেত্রে বয়সসীমা কমিয়ে আনা যাবে না—এই মর্মে সুপ্রিম কোর্টে (Supreme Court) কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ মামলায় কেন্দ্র জানায়, ‘age of consent’ অর্থাৎ সম্মতিমূলক যৌনতায় বয়সসীমা ১৮-র নিচে নামালে দেশে শিশু নির্যাতনের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। ফলে আইন পরিবর্তনের পথে হাঁটা উচিত নয়।

সরকারের যুক্তি, বর্তমানে POCSO (Protection of Children from Sexual Offences) আইনের আওতায় ১৮ বছরের কম বয়সিদের সঙ্গে যৌন সম্পর্ক শিশু নির্যাতনের সমান। এই আইন বহু আলোচনার ভিত্তিতে তৈরি এবং শিশুদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই ১৮ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। সরকার দাবি করেছে, বয়সসীমা কমালে ‘শিশুদের উপর মনস্তাত্ত্বিক ও সামাজিক চাপে’ নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং অপরাধীরা এই আইনকে ঘুরপথে অপব্যবহার করতে পারে।

বিগত কয়েকমাস ধরেই সমাজকর্মী ও আইনজীবীদের একাংশ ‘close-in-age’ ছাড় দেওয়ার পক্ষে সওয়াল করছেন। অর্থাৎ, যদি দুই কিশোর-কিশোরীর বয়সের পার্থক্য খুব সামান্য হয়, তবে সেই সম্পর্ককে অপরাধ হিসেবে না দেখা হোক। কিন্তু কেন্দ্র জানায়, এমন ছাড় দিলে ‘আইনের মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ হবে।’ সরকারের বক্তব্য, এই ছাড় প্রয়োগের সুযোগে অভিযুক্তরা নিজেদের বাঁচাতে বয়স গোপন বা বিকৃত তথ্য পেশ করতে পারেন।

প্রবীণ আইনজীবী ও অ্যামিকাস কিউরি ইন্দিরা জয়সিং কেন্দ্রের অবস্থানের বিরোধিতা করে জানান, ১৬-১৮ বছর বয়সিদের মধ্যে সম্মতিমূলক সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা মৌলিক অধিকারের লঙ্ঘন। তাঁর যুক্তি, বর্তমান আইন অনুযায়ী বহু কিশোরের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের হচ্ছে, যা ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর।

এই মুহূর্তে দেশের ১৮ বছরের কম বয়সিদের সম্মতিমূলক যৌন সম্পর্ক এখনও অপরাধ হিসেবে গণ্য হয়। কেন্দ্রের স্পষ্ট মত, আইন বদল নয়, বরং তার কঠোর বাস্তবায়নেই শিশুদের সুরক্ষা সম্ভব। তবে আদালতের রায় এবং সমাজে এই নিয়ে তৈরি হওয়া আলোচনা আগামী দিনে দেশজুড়ে নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দিতে পারে। আরও পড়ুনঃ কবি রাহুল পুরকায়স্থের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য মহল

spot_img

Related articles

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই...

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...