Wednesday, August 20, 2025

পুলিশের পরীক্ষা দিতে এসে গণধর্ষিতা! যোগীরাজ্যের পথ ধরে বিহারেও বিপদে নারী

Date:

Share post:

বিহারেও ভক্ষকের আসনে রক্ষক। পুলিশের নিয়োগের পরীক্ষায় নিযুক্ত অ্যাম্বুল্যান্স চালকের কুকীর্তিতে গণধর্ষিতা যুবতী। সংজ্ঞা হারানোর সুযোগ নিয়ে অ্যাম্বুল্যান্স চালকসহ একাধিক ব্যক্তির হাতে গণধর্ষণের (gang rape) ঘটনা বিহারের (Bihar) বোধগয়ায়। এর আগে পুলিশ কনস্টেবলের হাতে ধর্ষণের ঘটনা বিজেপি শাসিত রাজ্যে নতুন নয়। উত্তরপ্রদেশে সেই ধর্ষণের ঘটনায় এখনও বিচার পাননি ধর্ষিতা। ফলে স্বাভাবিকভাবে অন্যান্য বিজেপি ও তার সহযোগী রাজ্যে আরও বেপরোয়া ধর্ষক ও দুষ্কৃতীরা।

নির্বাচনমুখী বিহারে সাধারণ নাগরিক নিরাপত্তা নিয়ে সরব খোদ জোট শরিক এলজেপি-র সাংসদ চিরাগ পাসওয়ান। আদতে শুধুমাত্র নাগরিক নিরাপত্তা নয়, নীতীশ জমানায় যে নারী নিরাপত্তাও তলানিতে গিয়ে ঠেকেছে বিহারে, তার প্রমাণ মিলল বোধগয়ায় (Bodh Gaya)। ২৪ জুলাই সেখানে পুলিশের হোম গার্ডে চাকরির জন্য পরীক্ষা চলছিল। ভোটের আগে নিয়োগের তৎপরতা চরম বিহারে। তারই অংশ হিসাবে বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে মাঠের পরীক্ষা চলছিল পুরুষ ও মহিলা উভয় বিভাগের। সেখানেই পরীক্ষা দিতে আসা ২৬ বছরের তরুণীকে গণধর্ষণের (gang rape) অভিযোগ।

পুলিশে নিয়োগের পরীক্ষা দিতে আসা নির্যাতিতার দাবি, শারীরিক পরীক্ষা সক্ষমতার দিতে গিয়ে তিনি সংজ্ঞা হারান। তখন তাঁকে পরীক্ষা কেন্দ্রে মোতায়েন অ্যাম্বুল্যান্সে পাশ্ববর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেই অবস্থায় চলন্ত অ্যাম্বুল্যান্সের (ambulance) ভিতরে তাঁকে একাধিক ব্যক্তি ধর্ষণ (gang rape) করে বলে অভিযোগ করেন তিনি। পুলিশের পরীক্ষা দিতে এসেই যে পাশবিক অভিজ্ঞতার শিকার তাতে গোটা ব্যবস্থার উপর বিশ্বাস হারিয়েছেন তিনি।

আরও পড়ুন: ৫৬ লক্ষ ভুয়ো ভোটার তিন মাসে! সীমান্তে অনুপ্রবেশের দায় নিয়ে শাহর পদত্যাগ দাবি তৃণমূলের

গোটা ঘটনায় চূড়ান্ত মুখ পুড়েছে বিহার পুলিশের। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার বার্তা বিহার পুলিশের। অভিযোগ দায়েরের দুঘণ্টার মধ্যে অ্যাম্বুল্যান্সের (ambulance) চালক বিনয় কুমার ও সহকারী অজিত কুমারকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে সিট (SIT) গঠন করে ঘটনায় দ্রুত তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। তথ্য প্রমাণ সংগ্রহে গোটা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।

spot_img

Related articles

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...