Monday, December 29, 2025

এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারবে না ভারত!

Date:

Share post:

মহসিন নাকভির এশিয়া কাপে (Asia Cup) শুরু হওয়ার তারিখ ঘোষণার পরই , এশিয়া কাপের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। আর সেখানেই আগামী ১৪ সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। আর তাতেই এখন জোর চর্চা। ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত খেলা বয়কট করলেও এখানে নাকি ভারতকে খেলতেই হবে। কোন নিয়মের কারণে ভারত নাম তুলতে পারবে না, সেই নিয়েই মুখ খুলেছেন এক বোর্ড (BCCI) কর্তা।

পহেলগাম ঘটনা হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করেছে বিসিসিআই (BCCI)। এমনকি ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে আর দ্বিপাক্ষিক সিরিজ না খেলার কথাও ঘোষণা হয়ে গিয়েছিল। এরপরই শোনা যাচ্ছিল যে বিসিসিআই(BCCI) নাকি এশিয়া কাপ (Asia Cup) থেকেও নাম তুলে নিতে পারে।

যদিও দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবে ইতিমধ্যেই এশিয়া কাপ হাইব্রিড মডেলে হওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আবার ভারতকেও খেলতে হবে। পাকিস্তান এবং ভারত যদি ফাইনালে ওঠে, তবে নাকি তিনবার তাদের সাক্ষাত হবে এবারের এশিয়া কাপে। অবশেষে বোর্ডের এক কর্তাই জানিয়ে দিয়েছেন খেলার পিছনের আসল কারণ।

এক সর্বভারতীয় সংস্থাকে বোর্ডের সেই কর্তা জানিয়েছেন, “বিসিসিআই এই প্রতিযোগিতা থেকে নাম তুলতে পারবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সর্ব সম্মতিক্রমেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ খাতায় কলমে ভারত আয়োজক দেশ। এর ফলে এই অবস্থায় এসে কোনও কিছুই বদলে ফেলা সম্ভব নয়। কর্ম কর্তারা যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে ফেলেছেন। সেই অনুযায়ীই সূচি তৈরি হয়েছে”।

বাংলাদেশের এসিসির বৈঠকের কথা শুনে বিসিসিআই সেখানে না থাকার কথা জানিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য সেই মনোভাব বদলে ভার্চুয়ালি বোর্ডের এক কর্তা যোগ দিয়েছিলেন সেই বৈঠকে। কয়েকদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসদের প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এই নিয়েই এখন সরগরম ভারতীয় ক্রিকেট মহল।

spot_img

Related articles

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...

লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু মধ্যপ্রদেশে! মিথ্যা ভাষণের সব সীমা ঝাড়গ্রামে ছাড়ালেন শুভেন্দু

বাংলার মানুষের দাবির স্বার্থে কোনদিনও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রশাসন থেকে সংস্কৃতি, সাধারণ...

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের...