Saturday, November 29, 2025

ওভাল টেস্টের আগে শুভমন গিলকে বিশেষ পরামর্শ অশ্বিনের

Date:

Share post:

পঞ্চম টেস্টের আগে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) উ্দ্দেশ্যে বিশেষ পরামর্শ রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। ওভালে টেস্ট জিততে হলে দলের বোলিং লাইনআপকেই অত্যন্ত সতর্কতার সঙ্গে বাছার পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। অশ্বিনের (Ravichandran Ashwin) স্পষ্ট বার্তা, ওভালে টেস্ট জিততে হলে ব্যাটিং নয়, দলের বোলিং লাইনআপ দিয়েই সেই কাজ করতে হবে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় এখন সকলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। প্রথম ইনিংসে না পারলেও, দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং লাইনআপ দুরন্ত লড়াই করেছে এবং ভারতকে একেবারে খাদের কিনারা থেকে রক্ষা করতে পেরেছে। শেষ দিন ভারতীয় দলের সেঞ্চুরির হ্যাটট্রিক হয়েছে। কিন্তু অশ্বিনের মত কিন্তু একেবারেই আলাদা। তাঁর মতে দলের ভালো ব্যাটিং দিয়ে টেস্ট ড্র করা সম্ভব কিন্তু ম্যাচ জেতা নাকি সম্ভব নয়।

নিজস্ব ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “দলের ব্যাটিং গভীরতা দিয়ে ম্যাচ জেতা যায় না। শুধুমাত্র ড্র করাই সম্ভব। সেই দিক উন্নত করো এবং সিদ্ধান্ত নাও। এমন সিদ্ধান্তে হারতেও পারো তবুও সেই সিদ্ধান্তটা নেওয়া হোক। যে বোলাররা উইকেট নিতে সক্ষম এমন বোলারদেরই দলে নেওয়া হোক। এমনভাবেই টেস্ট জেতা সম্ভব”।

ম্যাঞ্চেস্টারে দীর্ঘ লড়াইয়ের পর শেষপর্যন্ত ম্যাচ ড্র করেছে ভারতীয় দল। সেখানেই রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরদের লড়াই নিয়ে চলছে জোর আলোচনা। এতকিছুর মাঝেই অশ্বিনের বার্তা কিন্তু খানিকটা হলেও আলাদা।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...