ভোটারদের নাম যেন বাদ না যায়, BLO প্রশিক্ষণ নিয়ে জেলাশাসককে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

স্পেশাল ইনটেনসিভ রিভিউ (SIR) তথা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝে গত সপ্তাহে BLO-দের প্রশিক্ষণ দিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মুখ্যসচিব মনোজ পন্থের কানেই ওঠেনি। কেন একথা জানানো হল না এই নিয়ে সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করে বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বুথ লেভেল অফিসার তথা বিএলও-দের স্পষ্ট বার্তা দেন, “বিএলও-রা রাজ্য সরকারের কর্মচারী। সুতরাং তাঁদের দেখতে হবে ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়।” এদিকে জেলাশাসকের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্ষোভ উগরে তিনি বলেন, “ডিএমদের চোখ কান খোলা রাখতে হবে। আমি অনেক সময় দেখছি ডিএমরা অধঃস্তনদের দায়িত্ব দিয়ে দিচ্ছে। তারা খেয়াল রাখছে না। বাংলা থেকে ১ হাজার লোককে প্রায় দিল্লিতে ট্রেনিং দিতে নিয়ে গিয়েছে। আমি জানতাম না। ডিএমদের উচিত ছিল আমাকে জানানো। সিএসকে জানানো।”

BLO-দের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমার অনুরোধ যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যেন না যায় সেটা দেখার। নির্বাচন কমিশন যে তালিকা তৈরি করার করবে। যখন ভোটের দিনক্ষণ প্রকাশ হবে, তারপর নির্বাচন কমিশনের দায়িত্ব। মনে রাখবেন আপনারা রাজ্য সরকারি কর্মী। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, চারদিন গেলেন, সে নেই, হয়তো বেড়াতে গিয়েছে। তা বলে তাঁর নাম বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তাঁর অস্তিত্ব আছে কিনা। চারদিকে যাঁরা বাংলা ভাষায় বলছে তাঁরা হেনস্থার শিকার হচ্ছেন। এই মানুষগুলির পাশে আমাদের দাঁড়াতে হবে।”
আরও খবরকেন্দ্রের মুখে ঝামা ঘষে বোলপুর থেকে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

বর্ষা বিদায়ে সুখবর: কমতে শুরু করছে আর্দ্রতা, কুয়াশার সতর্কতা

মৌসুমি বায়ুর বিদায়ে শীতের আগমনবার্তা বাংলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে প্রায় নেই। অন্যদিকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে শীতের...

ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন! ধর্ষক পালালো অসমে

মহিলাদের প্রতি সামগ্রিক মানসিকতা বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে তলানিতে এসে ঠেকেছে ফের একবার প্রমাণ মিলল বিজেপির ত্রিপুরায় (Tripura)।...

ফের ধস উত্তরবঙ্গে, চারদিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

গোটা রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে। উত্তরবঙ্গে...

ফের ওড়িশা! বাংলা বলায় মারধর বাংলার শ্রমিককে

বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাইরাসের মতো ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যার ভয়ঙ্কর উদাহরণ মিলেছে প্রতিবেশী ওড়িশা...