Sunday, November 16, 2025

বাংলা সিরিয়ালে মুখ্যমন্ত্রীর গান, ‘চিরসখা’র আবেগে মিশেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা -সুর 

Date:

Share post:

বাঙালির ড্রয়িং রুম জুড়ে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চিত জুটির নাম কমলিনী আর স্বতন্ত্র। তাঁদের স্বর্গীয় প্রেম ভালোবাসার সফরে যেন ‘চিরসখা’ (Chirosakha) হয়ে উঠেছেন দর্শকরা। লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) কলমে তৈরি এই সিরিয়ালের আবেগ অনুরাগ থেকে প্রেম বিরহের দৃশ্যে এবার ধরা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরারোপিত কয়েকটি গান। প্রথমবার বাংলা সিরিয়ালে মুখ্যমন্ত্রীর গান ব্যবহার করা হচ্ছে (Mamata Banerjee’s song in Bengali serial)। বাংলা ধারাবাহিকের ইতিহাসে নিঃসন্দেহে এ এক ব্যতিক্রমী এবং ঐতিহাসিক ঘটনা তো বটেই।

ক্লাইম্যাক্স থেকে প্রেম বিরহের দৃশ্যে গানের প্রয়োজন পড়লেই বাজছে মুখ্যমন্ত্রীর গান। ‘কমলিনী’ অপরাজিতা ঘোষ দাস ও ‘নতুন ঠাকুরপো’ সুদীপ মুখোপাধ্যায়ের বন্ধুত্ব থেকে অব্যক্ত প্রেমের অনুভূতিকে যেন যথোপযুক্ত করে তুলছে রাজ্যের প্রশাসনিক প্রধানের লেখা গানগুলি। কিন্তু সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গান বাজানো হচ্ছে, এটা নিয়ে কিছুটা দ্বিধাবিভক্ত ছিলেন দর্শকরা। বাংলার মুখ্যমন্ত্রী যে সিনেমা সিরিয়াল থেকে শুরু করে খেলা সংস্কৃতির আঙিনায় সবসময় উৎসাহ প্রদান করেন তা সকলের জানা। তবুও দশকে যারা নিশ্চিত হতে পারছিলেন না। অবশেষে মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়। প্রযোজক-লেখিকা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি গান আমাদের ‘চিরসখা’ সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে। ওঁর তিন চারটি গান ফিরে ফিরে বারবার বাজানো হচ্ছে সিরিয়ালে। সঙ্গে রবীন্দ্রনাথের গান সহ আরও নানা বাংলা গান ব্যবহার করেছি আমরা। কী গান বাজানো হবে তা শুধুমাত্র আমরা একা ঠিক করি না। চ্যানেলও সিদ্ধান্ত নেয়। স্টার জলসা চ্যানেল ও আমাদের যৌথ সিদ্ধান্তে ব্যবহার করা হচ্ছে গানগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গানগুলি ইন্দ্রনীল সেন ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা গেয়েছেন। দর্শকদের ভাল লাগলেই আমরা খুশি।” এখনও পর্যন্ত যে টিআরপি রিপোর্ট উঠে এসেছে তাতে বোঝাই যাচ্ছে ‘চিরসখা’ দশকের বেশ পছন্দ হয়েছে। আর সেখানে মুখ্যমন্ত্রীর গানের ব্যবহার সত্যিই এক ব্যতিক্রমী আর বিশেষ পাওনা।

 

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...