মধ্যপ্রদেশের ইন্দোর (Indore , MP) জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কাটিঘাটি এলাকায় দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসা ট্রাক পিষে দিল কানওয়ার যাত্রীদের (truck runs over kanwar pilgrim)। এই ঘটনায় ১ পুণ্যার্থীর মৃত্যু এবং ৬ জনের আহত হওয়ার খবর মিলেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম আদর্শ রাঠোর।

ঘটনার প্রসঙ্গে ইন্দোরের ডিএসপি উমাকান্ত চৌধুরী (Umakant Chowdhury)জানিয়েছেন, কানওয়ার যাত্রীরা পায়ে হেঁটে উজ্জয়নের দিকে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় তাঁদের। দুর্ঘটনায় আহত ছ’জন পুণ্যার্থীকে মহারাজা যশবন্তরাও সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক ট্রাক চালকের খোঁজ চালাচ্ছে ইন্দোর পুলিশ।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–