অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভার্চুয়াল বৈঠকের দিন বদল। ৪ হাজারেরও বেশি নেতাকে নিয়ে ৮ অগাস্ট ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু সেই বৈঠকের দিন এগিয়ে ৫ অগাস্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাভাষীদের উপর ডবলইঞ্জিন সরকারের রাজ্যে অত্যাচার, এসআইআর চালু করে বৈধ ভোটারদের নাম কাটার বিজেপির ষড়যন্ত্র। এর প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের আন্দোলন। সংসদে তৃণমূল সাংসদদের ধর্না-বিক্ষোভ প্রদর্শন। সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক। এসবের মধ্যেই ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) ডাকেন তিনি। দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, জেলা সভাপতি, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে।

সূত্রের খবর, শুধু ৫ তারিখ নয়, ধারাবাহিকভাবেই এই ধরনের বৈঠক করবেন অভিষেক। সেক্ষেত্রে জেলা ধরে আলাদা করে বৈঠক হতে পারে।
আরও খবর: SIR পে হল্লা বোল, সাংসদ দোলা সেনের স্লোগানে গলা মেলালেন I.N.D.I.A-র সদস্যরা

–

–

–

–

–

–

–
–
–
–
–