‘অশিক্ষিত’ দিল্লি পুলিশের উপর ভর করে বৈতরণী পারের চেষ্টা! ময়দানে বামেরা

Date:

Share post:

মাঠেও নেই। ভোটেও নেই। এই পরিস্থিতিতে কীভাবে শূন্যে ভেসে থাকা দলকে মাটির কাছাকাছি আনা যায় তার মরিয়া চেষ্টা বঙ্গের বাম নেতাদের। খড়কুটোর মতো শাসকদল তৃণমূলের সব ইস্যুই তারা আঁকড়ে ধরছে। তাই বাদ গেল না দিল্লি পুলিশের (Delhi police) বাংলাদেশি ভাষা অপবাদের ইস্যুও। দিল্লি পুলিশকে ‘অশিক্ষিত’ বলতেও কসুর করলেন না সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Selim)।

বিজেপি রাজ্যে পরিকল্পিত বাঙালি হেনস্থার প্রতিবাদে শাসকদল তৃণমূলের পক্ষে সব শ্রেণির মানুষ গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হচ্ছে। সেই ইস্যুতে ফায়দা লুটতে মাঠে নেমে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সেলিম। সোশ্যাল মিডিয়ায় সেলিমের প্রশ্ন, অশিক্ষিত দিল্লি পুলিশ কি বলবে এই বাংলাদেশি ভাষাটা (Bangladeshi language) কী?

দিল্লি পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, কেন দিল্লি পুলিশ নিজের আধিকারিকদের সংবিধানের অষ্টম তপশিল সম্পর্কে শেখাতে পারেনি?

বাংলার বামেদের রসদ যোগাতে মাঠে নেমেছে সিপিআই ও সিপিআইএম দুই দল। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা (D Raja) দাবি করেন, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা বিজেপির ইচ্ছাকৃত ঘৃণার প্রকাশ। যে বাংলা ভাষায় জাতীয় সংগীত (National Anthem) ‘জন গণ’ রচিত হয়েছে, সেই বাংলা ভাষা ভারতের আর পাঁচটা ভাষার মতোই ভারতীয় ভাষা। ভারতের স্বাধীনতার রূপকার বাঙ্গালীদের ভাষাকে অপমান করার জন্য বিজেপি, অমিত শাহ এবং দিল্লি পুলিশের লজ্জিত হওয়া উচিত।

আরও পড়ুন: অবজ্ঞা ও মূর্খামির চূড়ান্ত: বাংলা ভাষার উপর আক্রমণে সরব রূপম, সুরজিৎ

একইভাবে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও দিল্লি পুলিশের এই শব্দ প্রয়োগের নিন্দা করা হয়েছে। কয়েক কোটি মানুষের মুখের ভাষা বাংলা ছাড়াও ত্রিপুরা, অসম ও অন্যান্য রাজ্যের মানুষের মুখের ভাষা, বলে দাবি করা হয় সিপিআইএমের তরফে। বাংলার মানুষের প্রতি বামেদের সমর্থনকে জোরালো করার প্রবল প্রচেষ্টা চালানো হয়।

spot_img

Related articles

কলকাতার সঙ্গে জুড়ে গেল চিন: ঘোষণা হল প্রথম উড়ানের দিন

ভারত সরকার চিনের সঙ্গে নতুনভাবে যোগাযোগের বার্তা দিয়েছিল। ভারত ও চিনের মধ্যে সরাসরি উড়ানের প্রস্তাবও হয়েছিল। এবার কলকাতা...

দুর্গাপুজোর বিসর্জনে বিপর্যয় মধ্যপ্রদেশে: ট্রাক্টর উল্টে মৃত ১১

দুর্গাপুজোর বিসর্জনে বড়সড় বিপর্যয় মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। বিসর্জনের গ্রামবাসী বোঝাই ট্রাক্টর (tractor) উল্টে গিয়ে জলে পড়ে যান...

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায়...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...