Friday, January 9, 2026

রাশিয়ার থেকে সার, পারমাণবিক শক্তি! তবু ভারতকে মার্কিন দোষারোপে পাল্টা বিবৃতি ভারতের

Date:

Share post:

আমেরিকার আস্ফালনের পাল্টা জবাব এবার দিল ভারত। যে আমেরিকা রাশিয়া (Russia) থেকে জ্বালানি তেল কেনা নিয়ে ভারতকে দোষারোপ করছে, সেই আমেরিকাই (USA) রাশিয়ার থেকে কি কি পণ্য এখনও কিনে চলেছে, তার নথি তুলে ধরা হল ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। সেই সঙ্গে দাবি করা হল, ভারতের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি ভারত সরকার বুঝে নেবে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র (USA) এখনও রাশিয়ার (Russia) থেকে নিজেদের নিউক্লিয়ার শক্তির জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কিনে চলেছে। সেই সঙ্গে বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য পেলিয়াডিয়াম কিনছে। এছাড়াও স্যারের জন্য রাসায়নিক তো কেনা আমেরিকার তালিকায় রয়েছেই। এরপরেও আমেরিকা যেভাবে দোষারোপ করেছে ভারতকে তার জন্য প্রস্তুত রয়েছে ভারত সরকার।

শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ান ইউনিয়নও (European Union) রাশিয়ার সঙ্গে বাণিজ্য জারি রেখেছে, দাবি করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। সদ্য ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরোর বাণিজ্যিক চুক্তি ইউরোপিয়ান ইউনিয়ন করেছে বলে দাবি করা হয়। এছাড়াও রাসায়নিক, সার, খনিজ সামগ্রী এবং শক্তির ক্রয়ও জারি রেখেছে ইউরোপিয়ান ইউনিয়ন।

পাশাপাশি, দাবির সঙ্গে বিদেশ মন্ত্রক জানায় বর্তমানে রাশিয়ার সঙ্গে শক্তির যে চুক্তি ভারত করেছে তাতে এক সময় অনুপ্রেরণা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রই! গোটা বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে এই চুক্তি ভারতকে করতে বাধ্য করেছিল আমেরিকা, এমনটাও দাবি করা হয়।

আরও পড়ুন: রাশিয়ার তেল থেকে মুনাফা! ভারতের উপর ধাপে ধাপে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

এরপরেও বারবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের উপর এক লপ্তে বা ধাপে ধাপে শুল্ক চাপানোর দাবিকে ভারতে ভালো চোখে দেখছে না, বুঝিয়ে দেওয়া হয় বিবৃতিতে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যে কোনও বড় অর্থনীতি যেভাবে নিজেদের অর্থনীতিকে রক্ষা করে ভারত সেভাবেই নিজের অর্থনীতিকে রক্ষা করার পথ খোলা রেখেছে।

spot_img

Related articles

বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন আপনি! শর্মিলাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

এবার পথকুকুর মামলায় শর্মিলা ঠাকুরকে কড়া ভাষায় ভর্ৎসনা করলো দেশের শীর্ষ আদালত (Supreme Court)। বুধবার থেকে বিচারপতি বিক্রম...

জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ! পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই: হুঁশিয়ারি মমতার

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার,...

মাঠ পরিষ্কারের কাজ সম্পূর্ণ, আইএসএলের আগে ছন্দে ফিরবে যুবভারতী?

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মেসি কাণ্ডের বিশৃঙ্খার ঘটনা ভুলে ধীরে ধীরে ছন্দে ফিরছে যুবভারতী(Yubha bharati )। পুলিশের...

ধোপে টিকল না ইডি-র আবেদন: প্রধান বিচারপতি বদল করলেন না মামলার দিন-বিচারপতি

বিচারপতি মামলা নতুন দিন নির্ধারণ করে দেওয়ার পরে আবার সেই মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ...