Tuesday, November 4, 2025

রাশিয়ার থেকে সার, পারমাণবিক শক্তি! তবু ভারতকে মার্কিন দোষারোপে পাল্টা বিবৃতি ভারতের

Date:

Share post:

আমেরিকার আস্ফালনের পাল্টা জবাব এবার দিল ভারত। যে আমেরিকা রাশিয়া (Russia) থেকে জ্বালানি তেল কেনা নিয়ে ভারতকে দোষারোপ করছে, সেই আমেরিকাই (USA) রাশিয়ার থেকে কি কি পণ্য এখনও কিনে চলেছে, তার নথি তুলে ধরা হল ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। সেই সঙ্গে দাবি করা হল, ভারতের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি ভারত সরকার বুঝে নেবে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র (USA) এখনও রাশিয়ার (Russia) থেকে নিজেদের নিউক্লিয়ার শক্তির জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কিনে চলেছে। সেই সঙ্গে বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য পেলিয়াডিয়াম কিনছে। এছাড়াও স্যারের জন্য রাসায়নিক তো কেনা আমেরিকার তালিকায় রয়েছেই। এরপরেও আমেরিকা যেভাবে দোষারোপ করেছে ভারতকে তার জন্য প্রস্তুত রয়েছে ভারত সরকার।

শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ান ইউনিয়নও (European Union) রাশিয়ার সঙ্গে বাণিজ্য জারি রেখেছে, দাবি করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। সদ্য ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরোর বাণিজ্যিক চুক্তি ইউরোপিয়ান ইউনিয়ন করেছে বলে দাবি করা হয়। এছাড়াও রাসায়নিক, সার, খনিজ সামগ্রী এবং শক্তির ক্রয়ও জারি রেখেছে ইউরোপিয়ান ইউনিয়ন।

পাশাপাশি, দাবির সঙ্গে বিদেশ মন্ত্রক জানায় বর্তমানে রাশিয়ার সঙ্গে শক্তির যে চুক্তি ভারত করেছে তাতে এক সময় অনুপ্রেরণা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রই! গোটা বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে এই চুক্তি ভারতকে করতে বাধ্য করেছিল আমেরিকা, এমনটাও দাবি করা হয়।

আরও পড়ুন: রাশিয়ার তেল থেকে মুনাফা! ভারতের উপর ধাপে ধাপে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

এরপরেও বারবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের উপর এক লপ্তে বা ধাপে ধাপে শুল্ক চাপানোর দাবিকে ভারতে ভালো চোখে দেখছে না, বুঝিয়ে দেওয়া হয় বিবৃতিতে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যে কোনও বড় অর্থনীতি যেভাবে নিজেদের অর্থনীতিকে রক্ষা করে ভারত সেভাবেই নিজের অর্থনীতিকে রক্ষা করার পথ খোলা রেখেছে।

spot_img

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...