মুখ পুড়েছে বিজেপি নেতাদের। মুখ পুড়িয়েছেন দলের ট্যুইট মাস্টার অমিত মালব্য। বাংলার বিজেপি (BJP) নেতারা প্রবল অস্বস্তিতে। উত্তর দেবেন কি, এই প্রশ্ন শুনলেই পালিয়ে বেড়িয়েছেন সোমবার সারাদিন। এই অবস্থায় সোমবার সংসদ ভবনে অমিত শাহর (Amit Shah)সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের বৈঠক। বৈঠকের শুরুতেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য মালব্যর এক্স হ্যান্ডেলে করা মন্তব্যটির প্রসঙ্গ পাড়েন। বলেন, বাংলার মানুষের কাছে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। এ ধরণের মন্তব্য কেন করা হচ্ছে?

বিজেপি সূত্রের খবর, বৈঠকে ছিলেন পর্যবেক্ষক অমিত মালব্য। শাহ তাঁর কাছে সরাসরি জানতে চান, কেন এ ধরণের মন্তব্য করা হয়েছে? স্পষ্ট ভাষায় জানান, কোনও বিষয় নিয়ে জানা না থাকলে আগে জেনে নিন। না জেনে এ ধরণের মন্তব্য যেন না করা হয়। এমনিতেই ভাষা-সন্ত্রাস নিয়ে বিজেপি বিরোধী আন্দোলন রাজ্যে চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। তার উপর এই ট্যুইট আগুনে ঘৃতাহুতি দিয়েছে। শাহকে নাকি আশ্বস্ত করেছেন মালব্য। যদিও সৌজন্য দেখিয়ে এক্স হ্যান্ডেল থেকে তা মুছে দেওয়া হয়নি। বিজেপি নেতারাও সে নিয়ে টুঁ শব্দটি করেননি। ফলে এখনও মালব্যর ট্যুইটটি যথারীতি বিরাজ করছে এক্স হ্যান্ডেলে।

–

–

–

–

–

–
–

–

–
–
–
–
–