এসআইয়ারের (SIR) নামে এনআরসি (NRC) লাগু করতে চাইছে বিজেপি সরকার। প্রতিবাদে উত্তাল সংসদ। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস (TMC) সহ বিরোধী দল সংসদ চত্ত্বরে ফের বিক্ষোভে দেখাল। উত্তাল বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ ধরে। একটাই দাবী সংসদে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে।

তৃণমূল (TMC) সাংসদ দোলা সেন (Dola Sen) স্পষ্ট ভাষায় জানান, “যতবার আমরা আলোচনা চেয়েছি, ততবার বিজেপি আলোচনা হতে দেয়নি। ওদের লক্ষ্যই হল এনআরসি লাগু করা। ইন্ডিয়া জোটটা হতে দেবে না। সংসদে আলোচনা করতে হবে ভাষা সন্ত্রাস এবং বাঙালি বিদ্বেষ নিয়ে”।

–

–

–

–

–

–
–

–

–
–
–
–
–