ভোটার তালিকায় (Voter List) কারচুপির অভিযোগে বারুইপুর (Baruipur) পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের দুই ERO ও দুই সহকারী ERO-কে সাময়িক বরখাস্ত করলো নির্বাচন কমিশন (Election Commission)। সেই সঙ্গে এক ডেটা এন্ট্রি অপারেটরের (Data Entry Operator) বিরুদ্ধেও ফৌজদারি মামলা রুজু করার নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশন সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়ায় এই আধিকারিকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারচুপির সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় সামান্য গাফিলতিও বরদাস্ত করা হবে না।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumdar) এই পদক্ষেপকে একপাক্ষিক আখ্যা দিয়ে বলেন, “কমিশন বিজেপির ইশারায় চলছে। পরিকল্পিতভাবে ERO-দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।” আরও পড়ুনঃ কলেজ ছাত্রীদের কটুক্তি, শিলিগুড়িতে বিক্ষোভ

–

–

–

–

–

–

–
–
–
–
–
–