Thursday, December 25, 2025

জিতু – দিতিপ্রিয়ার সংঘাতে বন্ধ হবে জনপ্রিয় ধারাবাহিক! প্রমাদ গুনছে স্টুডিও পাড়া 

Date:

Share post:

আর্য -অপর্ণার জীবনে ঝড় উঠেছে, ধ্বংস হয়ে যেতে পারে সম্পর্কের সব সমীকরণ। কী ভাবছেন, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আগামী পর্বের স্পয়লার? সেটা যে নয় তা গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে নজর রেখে স্পষ্ট বুঝতে পারছেন বাংলা সিরিয়ালের দর্শকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে অভিনেতা-অভিনেত্রীর দিন রাতের ব্যক্তিগত কথোপকথন ফাঁস হয়ে গেল, আর তারপর একে অন্যের বিরুদ্ধে জুজুধান প্রতিপক্ষ মার্কা মন্তব্য প্রকাশ্যে এল তাতে কি ধারাবাহিক বন্ধ হতে পারে? দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) সেটা মনে করছেন কিনা স্পষ্ট নয়, তবে জিতু কমল (Jeetu Kamal) হয়তো সেই আভাস পাচ্ছেন। এক কথায় বলতে গেলে চুমু থেকে প্রেগনেন্সি, জিতু -দিতিপ্রিয়ার ব্যক্তিগত কথোপকথনে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে বৈকি।

জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’- এ অসম বয়সের প্রেমের অভিনয়ে আর্য ও অপর্ণা চরিত্রে যথাযথ হয়ে উঠেছেন জিতু ও দিতিপ্রিয়া। তারকাদের মধ্যে ব্যক্তিগত ভালো লাগা, বন্ধুত্বের আদান প্রদান নতুন কিছু নয়। কিন্তু একটা ভাইরাল ছবি ও পরবর্তীতে সমাজ মাধ্যমে প্রকাশ পাওয়া একটা স্ক্রিনশট বদলে দিয়েছে অফস্ক্রিন সম্পর্কের রসায়ন। সোমবার রাতে দিতিপ্রিয়া একটি পোস্টে দাবি করেছেন, জীতু তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপ বার্তায় আপত্তিকর বক্তব্য রেখেছেন যা যে কোনও মেয়ের পক্ষে অসম্মানজনক। সেলফ ডিফেন্সে পাল্টা একটা লম্বা পোস্ট আর স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেতা। যেখানে প্রাথমিকভাবে তিনি অভিনেত্রীর ফোন নাম্বারটিও প্রকাশ করেন। পরবর্তীতে সেটা অবশ্য এডিট করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে whatsapp বার্তায় আপত্তিকর বিষয় থাক বা না থাক, এইভাবে সেটা সকলের সামনে তুলে ধরে ঠিক করলেন জিতু? এর উত্তর খুঁজতে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে।

দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় জিতু – দিতিপ্রিয়ার একটি চুম্বন দৃশ্যের ছবি ভাইরাল হয়। যা নিয়ে অভিনেতা দাবি করেন, এটা সম্পূর্ণ ফেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো হয়েছে। দুজনের হোয়াটসঅ্যাপ কথোপকথনেও উঠে এসেছে এই প্রসঙ্গও। এরপর জানা যায় প্রোডাকশন টিম থেকে প্রমোশনের জন্য অভিনেতা অভিনেত্রীকে বেশ কিছু ছবি দেওয়া হয়েছিল। যার মধ্যে একটি ছবি জিতু শেয়ার করলে দিতিপ্রিয়া তাতে আপত্তি জানান। পরবর্তীতে সিরিয়ালের আর্য সেটা সমাজমাধ্যম থেকে সরিয়ে নিলেও বিভিন্ন ইন্টারভিউয়ে, সেই ছবিটি তুলে ধরে নায়িকার ‘ভুল বোঝা’র দিকে ইঙ্গিত করেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে তাঁদের সমীকরণ নিয়ে ফিসফাস ছিলই। সোমবার রাতে আচমকাই বড়সড়ো বিস্ফোরণ হয়। দিতিপ্রিয়া জানান, রাত-বিরেতে তাঁর সহ-অভিনেতা নানা ধরনের মেসেজে বিব্রত করেন। প্রথমে সবই নিছক মজা মনে হয়েছিল। কিন্তু পরে তা অস্বস্তিতে ফেলে। কারণ সেখানে ‘আপত্তিকর’ কথা বলা হয়েছিল। অভিনেত্রী অভিযোগ করেছিলেন, জীতু কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছেন, তিনি অন্তঃসত্ত্বা কি না! মঙ্গলবার বিতর্কের মাঝে নিজের অবস্থান স্পষ্টভাবে জানাতে সেই প্রশ্ন সম্বলিত চ্যাটের প্রতিলিপি সমাজমাধ্যমে তুলে ধরেছেন জীতু।অভিনেতার দাবি, “ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয়। অনেক উদাহরণ আছে। কিন্তু এই মেয়েটির কোনও দোষ নেই, এই মেয়েটি নিরপরাধ। এই মেয়েটিকে পিছন থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে। যাঁরা দিচ্ছেন তাঁরা কিন্তু বিপদের সময় পাশে দাঁড়াবেন না।” আপাতদৃষ্টিতে সহ-অভিনেত্রীকে নিরপরাধ বলে দেখানোর চেষ্টা করলেও জিতু আদতে কি দিতিপ্রিয়ার পক্ষে কথা বললেন ? উত্তরটা সম্ভবত না। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কি ব্যক্তিগত সম্পর্কের আঁচ পড়বে অনস্ক্রিন রসায়নে? শ্যুটিং সেটে কি আদৌ স্বাভাবিক থাকবে পরিবেশ? এরপর ঘনিষ্ঠ দৃশ্যে অপর্ণা-আর্যকে দেখা যাবে কি? দিতিপ্রিয়া বলছেন, “আমি শেষ পর্যন্ত সম্মান দেওয়ার চেষ্টা করছিলাম। চেষ্টা করেছিলাম ব্যক্তিগত স্তরেই যাতে থাকে ব্যাপারটা। কিন্তু আমাদের কথোপকথন এ ভাবে প্রকাশ্যে আসার পর তো আর কিছু বাকি থাকে না।” জীতু বলেছেন, “বাচ্চাদের মতো কাজ করেছে। ওর কম বয়স। তবে এই কাজ একা করেনি। ওকে ইন্ধন জোগানো হয়েছে। কিন্তু দিতিপ্রিয়া যে সাজানো ফাঁদে পা দেবে তা বুঝতে পারিনি।” এ তো গেল অভিনেতা-অভিনেত্রীদের কথা, কিন্তু চ্যানেল বা প্রযোজনা সংস্থা কী বলছে? সূত্রের খবর জল যেদিকে গড়াচ্ছে তাতে সম্ভবত আগামী এক সপ্তাহের মধ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হবে। যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...