ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। প্রাকৃতিক দুর্যোগে ভেসে গেছে একাধিক জেলা। মঙ্গলবার হড়পা বানে উত্তরকাশীর ধারালী গ্রাম লন্ডভন্ড। হরিদ্বারে কালী মন্দিরের কাছে পাহাড়ি রাস্তায় ধস (Landslide) নেমে বিপত্তি। বুধেও কমবে না দুর্যোগ। মৌসম ভবন লাল সর্তকতা (Red alert) জারি করেছে। প্রবল বৃষ্টির জেরে উত্তরকাশী-হর্ষিল সড়কে ব্যাহত যান চলাচল। এদিন সকালেও উত্তরকাশীর (Uttarkashi) সঙ্গে ধারালী এবং গঙ্গোত্রীর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ক্ষীরগঙ্গার জল বাড়ায় উদ্বেগ প্রশাসনের।

মেঘভাঙ্গা বর্ষণের জেরে চামোলি, রুদ্রপ্রয়াগ, আলমোরা, হরিদ্বারে বিপর্যস্ত জনজীবন। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উত্তরকাশীতে উদ্ধারকাজ চালাচ্ছে। ধসের নীচে কেউ চাপা পড়ে আছেন কি না, খুঁজে বার করার জন্য বিশেষ প্রশিক্ষিত কুকুর নিয়ে আসা হয়েছে। আপাতত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল উদ্ধারকাজ চালাচ্ছে। জানা গেছে, অতিরিক্ত আরও দু’টি দলকে দেরাদূন বিমানবন্দর থেকে আকাশপথে নিয়ে আসা হবে। বৃষ্টির কারণে রাস্তা পরিষ্কার এবং সারাইয়ের কাজে সমস্যা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পর্যটকদের ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা। মৌসম ভবন জানিয়েছে, বুধবারও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হরিদ্বার, নৈনিতাল এবং উধম সিংহ নগর জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি (IMD)। হিমাচল প্রদেশের বিভিন্ন রাস্তায় ধস নামার আশঙ্কায় বন্ধ কৈলাস যাত্রা।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–