বৈঠকেও কাটল না আইএসএল নিয়ে জট

Date:

Share post:

কবে হবে আইএসএল (ISL)? বৃহস্পতিবার আটটি ক্লাব কর্তাদের সঙ্গে ফেডারেশন কর্তারা বৈঠকে বসলেও জট কাটল না। ক্লাবগুলো সুপার কাপ খেলতে রাজি হলেও, সেখানেও রয়েছে শর্ত। আইএসএল কিংবা দেশের সর্বোচ্চ ফুটবল লিগ যদি হয় তবেই নাকি তারা সুপার কাপে নামবে। বৃহস্পতিবার আটটি ক্লাবের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেডারেশন (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) সহ সহ সভাপতি। কিন্তু সেখানে কোনওরকম জটই কার্যত কাটেনি। সেখানে কল্য়াণ চৌবে (Kalyan Chaubey) শুধুই আইএসএল হওয়া নিয়ে আশ্বাস দিয়েছে। কিন্তু কবে থেকে আইএসএল (ISL) শুরু হবে তা নিয়ে ক্লাব গুলোর কাছে কিছুই কথা দিতে পারেননি ফেডারেশন সভাপতি।

দীর্ঘদিন ধরেই আইএসএল হওয়া নিয়ে একটা জট তৈরি হয়েছে। কল্যান চৌবের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ। সেইসঙ্গে এফএসডিএলের শর্তসাপেক্ষে চুক্তি বৃদ্ধিকরণ। এরপরই মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। সেখানেই ফেডারেশনের (AIFF) বর্তমান কমিটি এবং সংবিধান নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট। এরপরই নির্বাচন হতে পারে ফেডারেশনে। আর তাতেই ভারতীয় ফুটবলে নেমে এসেছে ঘোর অন্ধকার।

এরই মাঝে ফেডারেশনের উদ্যোগে সুপার কাপ (Super Cup) করার কথা ঘোষণা করা হয়েছে। ফেডারেশন সভাপতির তরফে বলা হয়েছে আইএসএলের (ISL) আগেই হবে সুপার কাপ। সাত থেকে দশ দিনের মধ্যেই নাকি তার দিনও ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্তে ক্লাবগুলোর কোনও সুরাহা হল কি। উত্তর কিন্তু না। কারণ তাদের দাবী একটাই আইএসএল না হলে কোনও লিগেই তারা খেলবে না।

ফে়ডারেশন সভাপতি জানিয়েছেন, “আইএসএল এবং সুপার কাপ দুটোই হব এই বছর। তবে সুপার কাপ হবে আইএসএলের আগে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা বৈঠকে বসব, সেখানেই সুপার কাপের সমস্ত কিছু ঠিক হবে”।

এই অনিশ্চয়তায় ইতিমধ্যেই তিনটি ক্লাব সমস্যায় পড়ে গিয়েছে। বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি ইতিমধ্যেই সমস্ত চুক্তি স্থগিত করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেতনের কাজও। গত বুধবার রাতে চেন্নাইয়িন এফসিও একই পথে হেঁটেছে। সকলের দাবী একটাই ফেডারেশনের তরফে জানানো হোক আইএসএল কবে শুরু হবে।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...

কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার

কুলদীপ যাদবের(Kuldeep Yadav) স্পিনের জালে বন্দি ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বোলিং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ, সেইসঙ্গে একটি রেকর্ডও...