Friday, November 28, 2025

বৈঠকেও কাটল না আইএসএল নিয়ে জট

Date:

Share post:

কবে হবে আইএসএল (ISL)? বৃহস্পতিবার আটটি ক্লাব কর্তাদের সঙ্গে ফেডারেশন কর্তারা বৈঠকে বসলেও জট কাটল না। ক্লাবগুলো সুপার কাপ খেলতে রাজি হলেও, সেখানেও রয়েছে শর্ত। আইএসএল কিংবা দেশের সর্বোচ্চ ফুটবল লিগ যদি হয় তবেই নাকি তারা সুপার কাপে নামবে। বৃহস্পতিবার আটটি ক্লাবের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেডারেশন (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) সহ সহ সভাপতি। কিন্তু সেখানে কোনওরকম জটই কার্যত কাটেনি। সেখানে কল্য়াণ চৌবে (Kalyan Chaubey) শুধুই আইএসএল হওয়া নিয়ে আশ্বাস দিয়েছে। কিন্তু কবে থেকে আইএসএল (ISL) শুরু হবে তা নিয়ে ক্লাব গুলোর কাছে কিছুই কথা দিতে পারেননি ফেডারেশন সভাপতি।

দীর্ঘদিন ধরেই আইএসএল হওয়া নিয়ে একটা জট তৈরি হয়েছে। কল্যান চৌবের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ। সেইসঙ্গে এফএসডিএলের শর্তসাপেক্ষে চুক্তি বৃদ্ধিকরণ। এরপরই মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। সেখানেই ফেডারেশনের (AIFF) বর্তমান কমিটি এবং সংবিধান নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট। এরপরই নির্বাচন হতে পারে ফেডারেশনে। আর তাতেই ভারতীয় ফুটবলে নেমে এসেছে ঘোর অন্ধকার।

এরই মাঝে ফেডারেশনের উদ্যোগে সুপার কাপ (Super Cup) করার কথা ঘোষণা করা হয়েছে। ফেডারেশন সভাপতির তরফে বলা হয়েছে আইএসএলের (ISL) আগেই হবে সুপার কাপ। সাত থেকে দশ দিনের মধ্যেই নাকি তার দিনও ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্তে ক্লাবগুলোর কোনও সুরাহা হল কি। উত্তর কিন্তু না। কারণ তাদের দাবী একটাই আইএসএল না হলে কোনও লিগেই তারা খেলবে না।

ফে়ডারেশন সভাপতি জানিয়েছেন, “আইএসএল এবং সুপার কাপ দুটোই হব এই বছর। তবে সুপার কাপ হবে আইএসএলের আগে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা বৈঠকে বসব, সেখানেই সুপার কাপের সমস্ত কিছু ঠিক হবে”।

এই অনিশ্চয়তায় ইতিমধ্যেই তিনটি ক্লাব সমস্যায় পড়ে গিয়েছে। বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি ইতিমধ্যেই সমস্ত চুক্তি স্থগিত করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেতনের কাজও। গত বুধবার রাতে চেন্নাইয়িন এফসিও একই পথে হেঁটেছে। সকলের দাবী একটাই ফেডারেশনের তরফে জানানো হোক আইএসএল কবে শুরু হবে।

spot_img

Related articles

ভারী বর্ষণের জেরে বন্যা-ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় (Rain disaster in Srilanka) মৃত্যু মিছিল। একটানা ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

২৮ নভেম্বর (শুক্রবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৬৩০ ₹ ১২৬৩০০ ₹ খুচরো পাকা সোনা ১২৬৯৫...

তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

তৃণমূলের তোলা পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারলেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyenesh Kumar)। পূর্ব নির্ধারিত সূচি...

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...