অবশেষে রবিবার রাজ্যে গড়াবে এসি লোকালের চাকা। সময়সূচি, ভাড়া ঘোষণার পাশাপাশি বিনা টিকিটে (Ticket) যাত্রা করলে কত টাকা জরিমানা হতে পারে তাও জানালো রেল। রেলের তরফে জানানো হয়েছে, AC লোকালেও সাধারণ ট্রেনের (Train) মতোই বিনা টিকিটে ২৫০টাকা জরিমানা সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে। শিয়ালদহ থেকে দমদমের ন্যূনতম ভাড়া ৩৫ টাকা। অর্থাৎ ২৮৫ টাকা জরিমানা দিতে হবে।

সব ঠিক থাকলে সোমবার থেকেই শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল যাত্রী নিয়ে ছুটবে। ইতিমধ্যেই ভাড়ার তালিকা ও সময়সূচি ঘোষণা করেছে পূর্ব রেল।
•একই সঙ্গে রেলের তরফে জানানো হয়েছে,
এসি লোকালেও সাধারণ ট্রেনের মতোই বিনা টিকিটে যাত্রা করলে ২৫০টাকা জরিমানা সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে।
বিনা টিকিটের যাত্রী ধরতে বহু সংখ্যক টিকিট পরীক্ষক থাকবেন এসি লোকালে।
অনলাইনে এবং কাউন্টার থেকে এই টিকিট পাওয়া যাবে।
ট্রেনের সামনে পিছনে দুটি লেডিজ কামরা থাকছে।
এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার করিডর থাকবে।
ট্রেনটি স্টেশনে পৌঁছনোর পর দরজা খুলবে ও ছাড়ার আগে বন্ধ হবে।
পুরোটাই চালক/গার্ডের নিয়ন্ত্রণে থাকবে।

• কী থাকছে এসি লোকলে
ট্রেনে মোট আসন সংখ্যা ১১২৬
প্রতিটি কোচে তিন জনের স্টেইনলেস স্টিল সিট
সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম

শিয়ালদহ থেকে রবিবার বেলা ১১টা নাগাদ ট্রেনটির উদ্বোধন হবে। সোমবার সকাল থেকেই ট্রেন পরিষেবা চালুর কথা।
রানাঘাট থেকে ট্রেন ছাড়বে সকাল ৮টা ২৯ মিনিটে। শিয়ালদহে পৌঁছোবে সকাল ১০টা ১০ মিনিটে।
শিয়ালদহ থেকে সন্ধে ৬টা ৫০ মিনিটে ট্রেন ছেড়ে রানাঘাট পৌছোবে ৮টা ৩২ মিনিটে।
এসি লোকাল যাতায়াতের পথে দাঁড়াবে চকদহ, কল্যানী, কাঁচড়াপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধাননগরে।

ভাড়া (টাকার অঙ্কে)
শিয়ালদহ-দমদম ৩৫
বাররাকপুর ৬০
নৈহাটি ৯০
রানাঘাট ১২০
মাসিক টিকিট শিয়ালদহ-দমদম ৬২০
বারাকপুর ১২৭৫
নৈহাটি ১৮১০
রানাঘাট ২৪৩০

–

–

–

–

–

–
–