ফের পার্ক স্ট্রিটের (Park Street) রেস্তোরাঁয় আগুন। শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি নামী কফি শপে (Coffee Shop) আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে অনুমান।

রাত ৯.৫০ নাগাদ পার্কস্ট্রিটের (Park Street) ওই নামী কফিশপে আগুন লাগে। রেস্তোরাঁর পক্ষ থেকে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আশপাশে সাময়িক আতঙ্ক ছড়ায়। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–