Sunday, November 16, 2025

অভয়া-কাণ্ড: বিচারের দাবিতে ফের রাজপথে মিছিল! আড়ালে রাজ্যকে অশান্ত করার ছক? উঠছে প্রশ্ন

Date:

Share post:

ঠিক এক বছর আগে এই আট অগাস্ট মধ্যরাতে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষণ-খুন হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার। তারপরে বিচারের দাবিতে রাজ্য তথা দেশজুড়ে অনেক আন্দোলন সংগঠিত হয়েছে। এক বছর পর ফের সেই মৃত্যুকে সামনে রেখে শুক্রবার রাস্তায় নেমেছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম’ (WBJDF)। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সেখানেই হবে রাতভর অবস্থান। শনিবার ভোরে রাখি বন্ধন কর্মসূচি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে একমাত্র অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে এবং তার সাজা ঘোষণা হয়ে গিয়েছে, তখন এই ধরনের বিক্ষোভ কর্মসূচির আড়ালে কি রাজ্যকে অশান্ত করতে চাইছে অতি বাম শক্তিগুলি?

রাত নটার পরে কলেজ স্কোয়ার থেকে মশাল মিছিল শুরু হয়। অভয়ার বিচারের দাবিতে ব্যানার, জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায় জুনিয়র ডাক্তারদের একটি সংগঠনকে। “সঞ্জয় রায় ছাড়া বাকি অভিযুক্তরা এখনও অধরা”-এই অভিযোগ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF)। কিন্তু এরাই ঘটনায় CBI তদন্তের দাবিতে সরব হয়েছিল এখন সিবিআই তদন্ত তাদের পছন্দ নয়। রাত পেরিয়ে ভোর চারটে পর্যন্ত চলবে অবস্থান। শনিবার সকালে রাখী বন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

এই মৃত্যুকে সামনে রেখে জুনিয়র ডক্টরস ফ্রন্ট নিজেদের দাবি আদায় করেছে সরকারের থেকে। এমনকী ভিক্টিম কার্ড খেলে নিজেদের বদলি আটকানোর চেষ্টা করেছেন কয়েকজন। এখানেই প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করেছে, বিচারের রায় হয়ে গিয়েছে- তখন একটি নির্মম মৃত্যুকে সামনে রেখে কীসের আন্দোলন? এটা কি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? এই আন্দোলনের আড়ালে অতিবাম শক্তিগুলি আবার রাজ্যে অশান্তি তৈরির ছক কষছে না তো!

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...