Wednesday, December 3, 2025

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: দর্শন শিক্ষালয়ের উদ্যোগে রাজগ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির

Date:

Share post:

মৃত্যুঞ্জয় লোক্ষণ 

রাখি বন্ধন —শুধু ভাই-বোনের সম্পর্কের উৎসব নয়, এটি আত্মীয়তা ও মানবিকতার এক অটুট বন্ধন। সেই রাখি বন্ধন উপলক্ষ্যে “দর্শন শিক্ষালয়”-এর বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে রবিবার আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির, যা রূপ নেয় উৎসবের আবহে মানবতার মহোৎসবে। শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৭৬ জন রক্তদাতা এগিয়ে আসেন অন্যের জীবন বাঁচানোর উদ্দেশ্যে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার রোহন জয় বিশ্ববাগ, বাঁকুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপর্ণা চ্যাটার্জি, চিকিৎসক ড. রাজেন্দ্র প্রসাদ মুখার্জী, বিশিষ্ট শিক্ষক অনাদি দাস, বিশিষ্ট সমাজসেবী কার্ত্তিক মাল, শ্রদ্ধেয় পরেশনাথ দত্ত এবং এলাকার আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা রক্তদাতাদের সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করেন এবং জানান, এ ধরনের সামাজিক উদ্যোগ শুধু জীবন রক্ষা নয়, সমাজে মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে। উপস্থিত বিশিষ্টজনেরা তরুণ প্রজন্মকে এই ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, আজকের দিনে স্বেচ্ছায় রক্তদান শুধু দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি এক পবিত্র অঙ্গীকার।

শিবিরে রক্তদাতাদের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে সাম্মানিক স্মারক, ফাইল এবং চারাগাছ তুলে দেওয়া হয়। চারাগাছ দেওয়ার মাধ্যমে পরিবেশ সচেতনতাও সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আয়োজকেরা। আয়োজকরা জানান, এই উদ্যোগ কেবল এক দিনের নয়, ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা আরও বিস্তৃত হয়।

রাখি বন্ধন উপলক্ষ্যে এই রক্তদান শিবির প্রমাণ করল—মানবতার বন্ধনই সবচেয়ে দৃঢ়, আর ভালোবাসা ও সহমর্মিতাই পারে সমাজকে সুন্দর ও সুস্থ করে তুলতে।

আরও পড়ুন – বাংলার সম্মান রক্ষার লড়াই, ছাব্বিশে বিজেপিকে বিদায়ের হুঁশিয়ারি সায়নীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৩ ডিসেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...