Thursday, December 4, 2025

১৭ অগাস্ট ডুরান্ড কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে না!

Date:

Share post:

১৭ অগাস্ট  ডুরান্ডের মঞ্চে কী হবে ডার্বি (Derby)! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। মঙ্গলবার রাতেই হবে ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালের ড্র। তবে সূত্রের খবর ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে সম্ভবত মুখোমুখি হচ্ছে না মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG) ও ইস্টবেঙ্গল (Eastbengal)। খুব সম্ভবত মোহনবাগান মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসির। যার ফলে কোয়ার্টার ফাইনালে অ্যাওয়ে ম্যাচই খেলতে হতে পারে সবুজ-মেরুন ব্রিগেডকে। সেখানেই ইস্টবেঙ্গল (Eastbengal) মুখোমুখি হতে পারে ডায়মন্ডহারবার এফসির।

ডুরান্ড কাপে দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG) এবং ইস্টবেঙ্গল (Eastbengal)। দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে গোটা প্রতিযোগিতায়। শেষ ম্যাচে ইস্টবেঙ্গল যেমন প্রতিপক্ষকে হাফ ডজন গোল দিয়েছিল। তেমনই তার আগের ম্যাচে মোহনবাগান ডায়মন্ডহারবার এফসির জালে পাঁচ গোল দিয়েছিল। এই চির প্রতিদ্বন্দ্বী কোয়ার্টারফাইনালে পৌঁছনোর সঙ্গেই ডার্বির গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল।

প্রথমে শোনা গিয়েছিল ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই হতে পারে ডার্বি ম্যাচ। কিন্তু সেই সম্ভাবনা এই মুহূর্তে খুবই ক্ষীণ। কিছু কারণের জন্যই নাকি কোয়ার্টার ফাইনানে ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধেই নামতে চলেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলতে পারে ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে। ধারেভারে অস্কার ব্রুজোঁর দল যে বেশ এগিয়ে থেকেই নামবে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে মোহনহবাগানের অবশ্য খানিকটা কঠিন চ্যালেঞ্জই পড়তে চলেছে। দুই দলই এবারের ডুরান্ডে নিজেদের শক্তিশালী দল নামিয়েছে। শেষ ম্যাচে মোহনবাগানের জার্সিতে ম্যাকলরেন থেকে কামিন্সরা সকলেই নেমে পড়েছিলেন। অন্যদিকে ইস্টবেঙ্গলও তাদের প্রতিটি বিদেশিকে পেয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...