১৭ অগাস্ট ডুরান্ড কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে না!

Date:

Share post:

১৭ অগাস্ট  ডুরান্ডের মঞ্চে কী হবে ডার্বি (Derby)! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। মঙ্গলবার রাতেই হবে ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালের ড্র। তবে সূত্রের খবর ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে সম্ভবত মুখোমুখি হচ্ছে না মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG) ও ইস্টবেঙ্গল (Eastbengal)। খুব সম্ভবত মোহনবাগান মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসির। যার ফলে কোয়ার্টার ফাইনালে অ্যাওয়ে ম্যাচই খেলতে হতে পারে সবুজ-মেরুন ব্রিগেডকে। সেখানেই ইস্টবেঙ্গল (Eastbengal) মুখোমুখি হতে পারে ডায়মন্ডহারবার এফসির।

ডুরান্ড কাপে দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG) এবং ইস্টবেঙ্গল (Eastbengal)। দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে গোটা প্রতিযোগিতায়। শেষ ম্যাচে ইস্টবেঙ্গল যেমন প্রতিপক্ষকে হাফ ডজন গোল দিয়েছিল। তেমনই তার আগের ম্যাচে মোহনবাগান ডায়মন্ডহারবার এফসির জালে পাঁচ গোল দিয়েছিল। এই চির প্রতিদ্বন্দ্বী কোয়ার্টারফাইনালে পৌঁছনোর সঙ্গেই ডার্বির গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল।

প্রথমে শোনা গিয়েছিল ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই হতে পারে ডার্বি ম্যাচ। কিন্তু সেই সম্ভাবনা এই মুহূর্তে খুবই ক্ষীণ। কিছু কারণের জন্যই নাকি কোয়ার্টার ফাইনানে ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধেই নামতে চলেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলতে পারে ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে। ধারেভারে অস্কার ব্রুজোঁর দল যে বেশ এগিয়ে থেকেই নামবে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে মোহনহবাগানের অবশ্য খানিকটা কঠিন চ্যালেঞ্জই পড়তে চলেছে। দুই দলই এবারের ডুরান্ডে নিজেদের শক্তিশালী দল নামিয়েছে। শেষ ম্যাচে মোহনবাগানের জার্সিতে ম্যাকলরেন থেকে কামিন্সরা সকলেই নেমে পড়েছিলেন। অন্যদিকে ইস্টবেঙ্গলও তাদের প্রতিটি বিদেশিকে পেয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

নাকভিকে তুলোধনা বিসিসিআইয়ের, সম্মানের সঙ্গে ট্রফি চায় ভারত

এশিয়া কাপের (Asia  Cup)  ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে। মঙ্গলবার  এসিসির বৈঠকে উত্তপ্ত হয়ে উঠল এই...

জয় দিয়েই বিশ্বকাপের সূচনা হরমনপ্রীতদের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

জয় দিয়ে একদিনের মহিলা বিশ্বকাপের সূচনা করল ভারত। গুয়াহাটিতে প্ৰথম ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএসে ৫৯ রানে হারাল ভারত।ম্যাচে টস...

শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

মহাষ্টমীতেই  মহিলা বিশ্বকাপের (ICC Women WC) বোধন হল শ্রেয়া ঘোষালের গানের সুরে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে...

নাকভির নয়া শর্ত, এসিসির বৈঠকেই এশিয়া কাপ ট্রফি চাইবে বিসিসিআই

এশিয়া কাপ (Asia  Cup) শেষ হলেও বিতর্ক থামছে না। ফাইনাল শেষে  পাকিস্তানের মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত...