Friday, December 26, 2025

বুলা চৌধুরীর বাড়িতে চুরি, খোয়া গেল পদ্মশ্রীও

Date:

Share post:

আবারও বুলা চৌধুরীর (Bula Choudhary) বাড়িতে চুরি। খোয়া গেল পদ্মশ্রী পুরস্কারও। বাংলার এই তারকা সাঁতারুর ঝুলিতে রয়েছে অর্জুণ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার। কিন্তু সেই বুলা চৌধুরীর বাড়িতেই ফের একবার চুরি। পদ্মশ্রী (Padmashree) সহ আরও বহু পুরস্কার চুরি হয়েছে বলেই জানানো হয়েছে। বুলা চৌধুরীর (Bula Choudhary) হিন্দমোটরের বাড়িতেই ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে উত্তরপাড়া থানার পুলিশ।

বহুদিন ধরেই হিন্দমোটরের বাড়িতে থাকেন না বুলা চৌধুরী (Padmadhree)। মাঝেমধ্যে সেখানে যান তিনি। কলকাতাতেই আপাতত থাকেনব বুলা চৌধুরী। সেই সুযোগ কাজে লাগিয়েই চুরি বলে বোঝা যাচ্ছে। বাড়ির পিছনের দড়জা ভেঙেই বুলা চৌধুরীর বাড়িতে প্রবেশ করেছিল চোর। সকাল বেলা তাদের ঘর গুছোতে গিয়েই দেখে এমন অবস্থা।

খবর পেয়েই হিন্দমোটরে পৌঁছেছেন বুলা চৌধুরী। থানাতেও অভিযোগ দায়ের করেছেন তারা। বহু পুরস্কার চুরি হয়েছে বলে জানানো হয়েছে। সেই পুরস্কারগুলোর মধ্যে রয়েছে বুলা চৌধুরীর পদ্মশ্রী পুরস্কারও। একশোরও বেশি আন্তর্জাতিক পুরস্কার চুরি হয়েছে। ছাড় পায়নি তাঁর পদ্মশ্রী পুরস্কারটাও।

বুলা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার সমস্ত ট্রফি চুরি হয়ে গিয়েছে। সাফ গেম সহ সব মিলিয়ে ১২০টির ওপর ট্রফি ছিল। সব নিয়ে গেছে। এমনকি আমার পদ্মশ্রীটাও ছাড় পায়নি। সেটাও আর খুঁজে পাচ্ছি না। গোটা ঘর অগোছালো করে রেখেছে”।

এর আগেও ২০১৪ সালে চুরি হয়েছিল বুলা চৌধুরীর এই বাড়িতে। সেবার সোনার গয়না সহ টাকা চুরি হয়েছিল। এবার তাঁর সমস্ত পুরস্কারও উধাও। এমন ঘটনায় হতবাক বুলা চৌধুরী। শুধুমাত্র তাই নয়, পদ্মশ্রী চুরি হওয়ার ঘটনায় হতাশ বুলা চৌধুরী। এই পুরস্কার গুলো তাঁর কাছে সবকিছুর চেয়েই প্রিয়। এবার সেগুলোও হারাল বুলা।

spot_img

Related articles

‘প্রজাপতি ২’ নামের অর্থ হারালো মাঝপথেই, ক্লাইম্যাক্স টুইস্টে বাঙালি আবেগ ধরার চেষ্টা

বড়দিনে বড়পর্দায় মুক্তি পেল 'প্রজাপতি ২' (Prajapati 2)। ছবি নির্মাতারা প্রথম থেকেই বলে এসেছেন এই ছবি বাবা- সন্তানের...

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...

পূর্ব মেদিনীপুরের রামনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪ দোকান

উৎসবের মরশুমে পূর্ব মেদিনীপুরের রামনগরে (Ramnagar, East Midnapore) অগ্নিকাণ্ড। ভস্মীভূত পরপর চারটি দোকান। প্রাথমিক অনুমান মিষ্টির দোকানে শর্ট...

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...