এএফসি (AFC) চ্যাম্পিয়ন্স লিগ-টুয়ের গ্রুপ বিন্যাস হয়ে গেল। বেশ খানিকটা কঠিন গ্রুপেই এবার মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। মোহনবাগান সুপারাজায়ান্টের সঙ্গে গ্রুর সি-তে রয়েছে জর্ডন, তুর্কমেনিস্তান এবং ইরানের একটি ক্লাব। গতবার খারাপ পরিস্থিতির জন্য নাম তুলে নিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের পর্বেই নামছে মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। শুক্রবার কুয়ালালামপুরেই হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টুয়ের গ্রুপ বিন্যাস।

এবারের আইএসএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট। আইএসএল ট্রফি থেকে লিগ শিল্ড, দুটোই জিতেছিল তারা। সেই সুবাদেই মোহনবাগান এবার খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

এদিন শুরু থেকেই উত্তেজনার পারদ চড়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভারতে আসা নিয়ে। কারণ এফসি গোয়ার সঙ্গে এক গ্রুপে পড়েছে তারা। সেইসঙ্গেই মোহনবাগান এবার পড়েছে গ্রুপ সি-তে। সেখানেই মোহনবাগানের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এসসি, তুর্কমেনিস্তানের আহাল এফসি এবং জর্ডনের আল হুসেইন।

–

–

–

–

–

–

–

–