জামিন মঞ্জুর: হিন্দোলের সমর্থনে পথে নেমে হামলাকারীদের রঙ চেনালো বামেরা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই হামলা যে বাম সমর্থিত হামলাকারীদের দ্বারাই পরিচালিত ছিল, তা স্পষ্ট করে এবার হিন্দোল মজুমদারের সমর্থনে পথে নামল সিপিআইএম (CPIM)। রাজনৈতিক পতাকা বহন না করলেও নেতা নেত্রীদের উপস্থিতি স্পষ্ট করে দিল হিন্দোলের (Hindol Majumder) পরিকল্পনায় শিক্ষামন্ত্রীর উপর যে হামলা চলেছিল তা বামেদেরই পরিকল্পনা ছিল। সোমবার আলিপুর আদালত জামিন মঞ্জুর করে গবেষক পড়ুয়া হিন্দোল মজুমদারের।

যাদবপুরের (Jadavpur University) প্রাক্তনী হিন্দোল মজুমদারকে দিল্লি থেকে গ্রেফতারের পরে তাকে তিনদিন আগে আলিপুর আদালতে তোলা হলে রাজ্যের আইনজীবী দাবি করেন, রাজ্যের থেকে দূরে বাইরে বসেই যাদবপুরের হামলা পরিকল্পনা করেছিল হিন্দোল। সেখানেই তুলে ধরা হয় কলকাতায় আমেরিকান সেন্টারে হামলার প্রসঙ্গ। সেই হামলার মাস্টারমাইন্ড আফতাব আনসারি কলকাতার বাইরে বসেই হামলার পরিকল্পনা থেকে হামলা সংঘটিত করার কাজ করেছিলেন। তবে হিন্দোলের ক্ষেত্রে সেটা অসম্ভব কীভাবে হবে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছিল ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে হামলার শিকার হয়েছিলেন ব্রাত্য বসু, সেখানেই পোড়ানো হয়েছিল জাতীয় পতাকা। দেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগেরও প্রমাণ হিন্দোলের বিরুদ্ধে রয়েছে বলে দাবি রাজ্য পুলিশের।

রাজ্যের তরফ থেকে একাধিক অভিযোগ আদালতে প্রমাণ-সহ তুলে ধরার পরে হিন্দোলের মুক্তির দাবিতে সোমবার যাদবপুরে মিছিলের আয়োজন করা হয়। হিন্দোলের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হন অম্বিকেশ মহাপাত্র থেকে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। মিছিলের মুখই স্পষ্ট করে দেয় ১ মার্চ কোন রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদতে হামলা চালানো হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়িতে।

আরও পড়ুন: বিরোধীরা একজোট: সংসদে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট!

দিল্লি থেকে হিন্দোলকে (Hindol Majumder) কলকাতায় আনার পরে আলিপুর আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজত দিয়েছিলেন বিচারক। সেই মেয়াদ শেষে সোমবার তাকে ফের আদালতে তোলা হলে জামিন মঞ্জুর হয়। রাজ্যের তরফে জেল হেফাজতের আবেদন করা হলে এদিন আফতাব আনসারির প্রসঙ্গ আর তোলা হয়নি। হোয়াটসঅ্যাপের চ্যাটের উল্লেখ করা হয় রাজ্যের তরফে। শুনানি শেষে মঞ্জুর হয় জামিন।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...