পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত চরিত্রায়ন – সবই এই ফিল্মের ইউএসপি। তবে পিছিয়ে নেই অন্য কলাকুশলীদের লুকসও। দীর্ঘদিন পরে বড় পর্দায় রূপ গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। ডাকাত মায়ের চরিত্রে যেমন বলিষ্ঠ, তেমনই মানানসই রূপা। প্রকাশ্যে সেই ছবি।

ডানপিটে সোহিনী (Sohini Sakar) নতুন অবতারে রঘু ডাকাত-এ থাকছেন। সেই ছবিও এবার প্রকাশ্যে।

অন্যরকম ভাবে পেশ করা হয়েছে ইধিকাকেও (Ihdika Paul)। কিছুটা বাহুবলি সিনেমার দেবসেনা চরিত্রে অনুষ্কা শেঠির মতো লুকে পাওয়া যাচ্ছে তাকে।

রঘু ডাকাতের চরিত্রে দেবের লুকসকে যদি কেউ মাত দিতে পারে তবে তা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। চরিত্রাভিনয় নিয়ে অনির্বাণের এক্সপেরিমেন্ট নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এবার অহিন্দ্র বর্মনের চরিত্রে অনির্বাণ (Anirban Bhattacharya) তাঁর নিজের পুরোনো অনেক চরিত্রকে মাত দিতে পারবে শুধুমাত্র লুকসের জন্য। প্রকাশ্যে সেই ছবিও।

–

–
