Tuesday, December 2, 2025

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেই পোস্টের পরেই তাঁকে তুলোধনা করেছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নরেন্দ্র মোদির টুইটের ভাষা অনেকটা ফাটা রেকর্ডের মতো। ওদের ফাটা রেকর্ড ‘আব কি বার’-এ এসে আটকে আছে, ‘দোশো পার’ আর হচ্ছে না। উল্টে ক্রমশ কমে যাচ্ছে। সেই ১৬ সাল, ২১ সাল, পঞ্চায়েত, তারপর লোকসভা ভোটে আমরা এসব কথা শুনেছি। বাংলায় লোকসভা ভোটে বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। এরপরও তিনি ফাটা রেকর্ডের মতো ওই একই কথা বলে যাচ্ছেন।

শুক্রবার, রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তার আগে বৃহস্পতিবার, নিজের এক্স হ্যান্ডেলে তিনি সেই বিষয়ে একটি পোস্ট করেন। কিন্তু তার পরের পোস্টেই রাজ্যের শাসকদলকে নিশানা করেন মোদি। লেখেন, “কলকাতায় বিজেপি কর্মিসভায় যোগ দিতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। প্রতিদিনই মানুষের ক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাড়ছে। উন্নয়নের এজেন্ডার জন্য পশ্চিমবঙ্গ এখন আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে।”

এর পাল্টা ধুয়ে দেন কুণাল। বলেন, মোদি ভুলে যাচ্ছেন, যেসব প্রকল্পের উদ্বোধন করতে আসছেন, তার সবগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, তিনিই অনুমোদন করেছিলেন, এর জন্য তিনিই অর্থ বরাদ্দ করেছিলেন। আর ওনারা কী করেছেন? এত বছর ধরে প্রকল্পগুলো শেষ করেননি। দেরি করিয়ে এখন ভোটের সময় এগুলোর উদ্বোধন করে পাথরে নিজেদের নাম তুলতে চাইছেন। এসব ওই এলাকার মানুষ জানে, বাংলার মানুষও জানে। গোটা পরিকল্পনাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। এতদিন ওরা দেরি করেছেন, এখন ভোটের মুখে এসে উদ্বোধনের নামে নাটক করছেন।

spot_img

Related articles

মিনি নিলামে সিএসকে-কেকেআরের হাতেই বেশি টাকা, নজরে তারকা অজি পেসার

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই কাউনডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএল নিলামের। এবার অবশ্য আইপিএলের মিনি নিলাম(IPL Mini...

ইমরান খান কি জীবিত? পাকিস্তান অচল করতে বিক্ষোভ PTI-এর, রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা

ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক...

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি...

দুপুরে নবান্নে বৈঠক, আজ বিকেলে মালদহ- মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরের উদ্দেশে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah and...