Wednesday, August 27, 2025

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

Date:

Share post:

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দিল দিল্লির রাস্তা থেকে কুকুরদের নির্দিষ্ট আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ করে প্রতিষেধক দেওয়া হবে। তার পর যেখান থেকে পথকুকুরদের (Stray Dog) নিয়ে যাওয়া হয়েছিল, ফের সেখানেই ফিরিয়ে দিতে হবে। তবে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রমের কথাও বলেছে সুপ্রিম কোর্ট।

এর আগে সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ রায় দিয়েছিল, দিল্লির (Delhi) রাস্তা থেকে সব পথকুকুরদের (Stray Dog) সরিয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে রাখা হবে। এর প্রতিবাদ হয় পশুপ্রেমী, পশুকল্যাণ সংগঠন, বিভিন্ন NGO-র পক্ষ থেকে। দিল্লির রাস্তায় পর পর কয়েকদিন রাতে মোমবাতি মিছিল হয়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি বেঞ্চ বদল করে দেন।

শুক্রবার বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনবি অঞ্জারিয়ার নতুন বেঞ্চে পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে আগে দুই বিচারপতির বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। পরিবর্তে বেঞ্চ জানায়,
পথকুকুরদের দিল্লির রাস্তা থেকে তুলে নিয়ে যাবে প্রশাসন। কোনও ভাবেই এই কাজে বাধা দেওয়া যাবে না। আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও উপযুক্ত প্রতিষেধকের বন্দোবস্ত করতে হবে। হয়ে গেলে আবার কুকুরগুলিকে নির্দিষ্ট স্থানে ফিরিয়ে দিয়ে যেতে হবে। প্রায় পাঁচ হাজার পথকুকুরের জন্য আশ্রয়কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমের কথা বলেছে শীর্ষ আদালত।
যে সমস্ত কুকুর র‌্যাবিস আক্রান্ত বা আক্রমণাক্তক স্বভাবের, তাদের আশ্রয়কেন্দ্রেই রেখে দিতে হবে। রাস্তায় ফেরানো যাবে না।

একই সঙ্গে আদালত জানিয়েছে, কোনও শর্তেই রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না। দিল্লি ও আশপাশের এলাকায় পুরসভায় পথকুকুরদের খাওয়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে প্রশাসনকে। এর পরেও যাঁরা রাস্তায় খাবার দেবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। কেউ যদি রাস্তার কোনও কুকুরকে পোষ্য হিসাবে গ্রহণ করতে চান, তার জন্য দিল্লি পুরসভায় আবেদন করা যাবে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...