রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ (UPA) জমানায় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা প্রকল্পগুলিই এখন প্রধানমন্ত্রী উদ্বোধন করে চলেছেন। আসল উদ্দেশ্য ভোটের মুখে নিজেদের ঢাক নিজে পেটানো। বাংলার মানুষ জানেন এসব কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেদিনকার স্মৃতিরোমন্থন করলেন আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নস্টালজিক (nostalgic) বার্তায় তিনি জানালেন রেলের উন্নয়নে নীলনকশা তৈরির কথা।

শুক্রবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, আজ আমাকে একটু স্মৃতিরোমন্থন করতে দিন। ভারতের রেলমন্ত্রী (Railway Minister) হিসেবে আমি ভাগ্যবান যে, মেট্রোপলিটন কলকাতায় মেট্রো রেলওয়ে (Kolkata Metro) করিডোরের পরিকল্পনা ও অনুমোদন আমার দ্বারাই হয়েছে। এই সম্পূর্ণ প্রকল্পের নীলনকশা তৈরি থেকে তহবিলের ব্যবস্থা, কাজ শুরু করেছি আমি। সেইসঙ্গে শহরের বিভিন্ন প্রান্তের সংযুক্তের পরিকল্পনাও করেছি ইন্ট্রা-সিটি মেট্রো গ্রিডের মাধ্যমে। তিনি লেখেন, পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমি প্রকল্পগুলি বাস্তবায়নে অংশ নেওয়ার অতিরিক্ত সুযোগ পেয়েছি। বিনামূল্যে জমির বন্দোবস্ত, রাস্তার ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা করেছি। তারপর রেলের কাজে বাধা, অপসারণ এবং প্রকল্পগুলি বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করেছি। রাজ্যের প্রধান সচিবরা এই প্রকল্পের বাস্তবায়নে ধারাবাহিকভাবে সমন্বয় সভা করে গিয়েছেন।

আরও পড়ুন: ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

রেলমন্ত্রী হিসেবে আমার পরিকল্পনা আমাদের পূর্ণ অংশগ্রহণে পূর্ণতা পেয়েছে। মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ ছিল একটি দীর্ঘ যাত্রার ফল। তাই আজ আমাকে স্মৃতিকাতর হতে দিন।

আজ একটু স্মৃতি-তাড়িত হতে দিন।
ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডরের পরিকল্পনা করা ও অনুমোদন দেবার সৌভাগ্য আমার হয়েছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে, এই শহরের বিভিন্ন প্রান্তকে (যেমন – জোকা, বেহালা, তারাতলা, গড়িয়া, নোয়াপাড়া, দক্ষিণেশ্বর,…
— Mamata Banerjee (@MamataOfficial) August 22, 2025
–

–

–

–

–
