মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের মূল মঞ্চে পৌঁছে গিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, নর্থইস্ট ইউনাইটেডকে হারাতে পারলেই প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবে ডায়মন্ডহারবার এফসি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) চেষ্টায় তৈরি হওয়া এই ক্লাব এখন বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে। এই সাফল্যের রহস্যটা কী। সঠিক পরিকল্পনাই যে তাদের সাফল্যের দিকে এগিয়ে দিয়েছে তা বলতে দ্বিধা করলেন ডায়মন্ডহারবার এফসির সহ সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়(Akash Banerjee)।

শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর পর এখন ডায়মন্ডহারবার এফসিই(DHFC) সকলের আলোচনার কেন্দ্রে। তাদের নিয়ে আগ্রহও বাড়ছে। একটা সঠিক পরিকল্পনাই যে দলকে সাফল্য এনে দেয় সেটা বোধহয় বুঝিয়ে দিল ডায়মন্ডহারবার এফসি।

সহ সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়ের(Akash Banerjee) মতে, “আমাদের পরিকল্পনা শুরু থেকেই ছিল বড় জায়গায় যাওয়া। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ীই আমরা কিবু ভিকুনার মতো কোচকে আমাদের ক্লাবে নিয়ে এসেছিলাম। তারই ফলাফল পাচ্ছি। আমি বলব কিবু ভিকুনা, কোচিং স্টাফ এবং ফুটবলারদেরই এটা কৃতিত্ব”।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকেই সেদিন আক্রমণাত্মক মেজাজে ছিল ডায়মন্ডহারবার এফসি। জেতার জন্য মরিয়া হয়েছিল। শেষপর্যন্ত জয়েক হাসি ফুটেছিল তাদের মুখেই। এমন জয়ের পর উচ্ছ্বাসে ভেসে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখনই তেমনটা হচ্ছে না। চ্যাম্পিয়ন হওয়া পর্যন্তই সেলিব্রেশনটা তুলে রেখেছে ডায়মন্ডহারবার এফসি।

–

–

–

–

–

–

–