Sunday, August 24, 2025

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

Date:

Share post:

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ, হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে আঙুল উঁচিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা-সহ স্কুল শিক্ষিকাকে শাসানি দেন। সোশ্যাল মিডিয়ায় CCTV ফুটেজ ভাইরাল হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন ও শিক্ষা দফতর।

স্কুল (School) সূত্রে খবর, বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ছুটি না পেয়ে বিষয়টি বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সুবোধ রায়কে নালিশ করেন ওই শিক্ষিক। অভিযোগ, পরের দিনই বিদ্যালয়ে (School) এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন ভাবে অপমান ও হেনস্থা করেন। ঘটনা প্রসঙ্গে ঝুম্পা মজুমদার জানান , “সুবোধবাবু স্কুলে এসে চিৎকার চেঁচামেচি করে বিভিন্নভাবে অপমান করেন। ৩৪ বছরের চাকরি জীবনে এত অপমানিত হয়নি। অন্যান্য সহকারী শিক্ষিকারাও এই বিষয়ে শঙ্কিত।” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অভিযোগ, মিডডে মিলর দায়িত্ব আমাদের হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন ওই নেতা। এমনকী পরিচালন সমিতির কমিটিও সম্পূর্ণ অবৈধভাবে গঠিত হয়েছে বলে অভিযোগ ঝুম্পার। এই বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও ও জেলা শিক্ষা দফতরকে বিষয়টি জানানো হয়েছে।

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল শ্রমিক নেতা। তাঁর পাল্টা অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। স্কুলে পঠনপাঠন বন্ধ রেখে শিক্ষিকারা দল বেঁধে ছুটি নিচ্ছেন বলেও অভিযোগ। ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলার ডি আই কে লিখিত অভিযোগ জানিয়েছেন সুবোধ।
আরও খবর: নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...