Thursday, December 25, 2025

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

Date:

Share post:

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়া আর একজন মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি কোটিপতি নন, তিনি হলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। সম্প্রতি এডিআর একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টেই দেখা যাচ্ছে দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পদের পরিমাণ মাত্র ১৫.৩৮ লক্ষ টাকা।

জমি ও বাড়ির মতো স্থাবর সম্পত্তি তাঁর নেই। অস্থাবর সম্পত্তি হিসেবে তাঁর ব্যাঙ্ক-ব্যালেন্সও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মোট সম্পদের পুরোটাই নগদ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সাদামাটা জীবনযাপন করেন। এই জীবনটাই তাঁর পছন্দ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয়মন্ত্রী, পরপর তিন টার্ম মুখ্যমন্ত্রী। তিনি বেতন নেন না। সাংসদ পদের জন্য প্রাপ্ত পেনশনও নেন না। নিজের বই ও গানের রয়্যালটিই তাঁর রোজগারের একমাত্র উৎস। সেই উপার্জনেই তাঁর সরল সাধারণ জীবনযাপন।

এডিআর(ADR) অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবথেকে গরিব মুখ্যমন্ত্রী যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই সবথেকে ধনী মুখ্যমন্ত্রীর শিরোপা উঠেছে বিজেপি-বান্ধব চন্দ্রবাবু নাইডুর মাথায়। গত বছরের শেষে প্রকাশিত এডিআর রিপোর্টেও দেশের দ্ররিদ্রতম মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনি ছাড়া দেশের বর্তমান ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শুধু কোটিপতি নন। তবে ওমরের মোট সম্পত্তির পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় প্রায় চার গুণ। ওমরের স্থাবর-অস্থাবর সম্পত্তি ৫৫.২০ লক্ষ টাকার।

দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডুর(Chandrababu Naidu) মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ যেখানে ১ হাজার ৬৩২ কোটি টাকা, সেখানে একা চন্দ্রবাবু নাইডুর হাতেই রয়েছে ৫৭ শতাংশ। নাইডুর পরেই ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তিনি মোট ৩৩২ কোটি টাকার মালিক। তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর মোট সম্পত্তি ৫২ কোটি টাকার। এই হিসেব বিগত বিধানসভা নির্বাচনে দাখিল করা হলফনামার ভিত্তিতে।

spot_img

Related articles

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...