Monday, August 25, 2025

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

Date:

Share post:

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে অভিনয় করেছেন ঠিকই কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ হয় নি দিব্যার। তাই এবার দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে (South Indian Film Industry)ডেবিউ করার সিদ্ধান্ত নিয়েই ফেললেন তিনি। ওটিটি শো ‘মায়াসভা’তে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। তেলুগু ভাষায় তৈরি হওয়া এই সিরিজ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ডিজিটাল প্লাটফর্মে। ৭ অগস্ট মুক্তি পেয়েছিল এই সিরিজ।

অভিনেত্রী একপ্রকার অভিমানের সুরেই বলেন, তিনি আরও আঞ্চলিক ছবিতে অভিনয় করতে চাইছেন। আশা করছেন হাতে এমন আরও কাজ আসবে যেখানে কাজ করে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন। ইতিমধ্যেই সকলের থেকে যে প্রশংসা তিনি পেয়েছেন তাতে ভীষণভাবে আপ্লুত। যদিও চেনা পরিধির বাইরে গিয়ে তিনি প্রথমে ভীষণভাবে ভয় পেয়েছিলেন তবে যেহেতু দিব্যার চরিত্রটি ইংরেজিতে কথা বলে তাই সেইভাবে সমস্যা হয় নি তাঁর।নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, সেটে অন্যান্য কলাকুশলীরাও ভীষণভাবে সাহায্য করেছিলেন তাঁকে। সকলে এতটাই আন্তরিক ছিলেন যে একবারও মনে হয়নি যে এটি তাঁর দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ। লেখক এবং নির্মাতারা যেভাবে পাশে ছিলেন তাতে এটি যে একটি সফল সিরিজ হতে চলেছে সেটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন অভিনেত্রী। নতুন ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে দিব্যা জানান এই ছবিতে তিনি একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন যে মূলত নেতিবাচক ভূমিকায় অভিনয় করলেও তাঁর চরিত্রটি বহুমুখী। খুব কম সিরিজেই এমন চরিত্রে অভিনয় করার সুযোগ যে তিনি পেয়েছেন সেই বিষয়ে সন্দেহ নেই। তবে জানান এর আগে চক অ্যান্ড ডাস্টার (২০১৫) ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় তিনি করেছেন যার ফলে কিছুটা হলেও সুবিধা হয়েছে চরিত্রটি বুঝতে।

 

spot_img

Related articles

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...