জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত ১৫ অগাস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষে দিতে হয়েছিল ভেন্টিলেশনে। বয়স হয়েছিল ৬২। অভিনয় ছাড়াও রাজনীতির ময়দানেও পা রেখেছিলেন তিনি।

অপরূপা ছবি থেকে কেরিয়ার শুরু জয়ের (Joy Banerjee)। বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। এর পরে সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একের পর এক হিট ছবিতে নায়ক ছিলেন জয়। তাঁর লিপে বহু গান সেই সময় জনপ্রিয় হয়। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান তিনি। টলিপাড়ায় চুমকি ও জয়ের প্রেমগুঞ্জনও শোনা গিয়েছিল সেই সময়ে। তবে বেশ কিছুদিন হল অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি।

রাজনীতিতে যোগ দেন জয়। ২০১৪ ও ২০১৯ বীরভূম ও উলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয়। কিন্তু ২০২১ সালের নভেম্বরে, তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না।

তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে প্রথমে বিয়ে হয় জয়ের। বিচ্ছেদের পরে বিয়ে করেন অঙ্কিতা বন্দ্যোপাধ্য়ায়কে। অভিনেতার সহকারী ছোটু সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৫ অগাস্ট তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। ১৭ অগাস্ট থেকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই এদিন সকালে মৃত্যু হয় তাঁর। রয়েছেন জয়ের স্ত্রী ও মা। এদিনই তাঁর শেষকৃত্য হবে।

spot_img

Related articles

দূরের আকাশে পাখি মন: মর্মান্তিক দুর্ঘটনায় অকাল প্রয়াণ বিখ্যাত গায়ক জুবিন গর্গের

সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বলিউডের বিখ্যাত গায়ক অসমিয়া সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ...

মত্ত চালকের বেপরোয়া গাড়ির গতি, নিমতলায় হাড়হিম দুর্ঘটনায় আহত ৫

গভীর রাতে ফের বেপরোয়া গাড়ির দাপট শহরে। বুধবার রাত ১২টা নাগাদ নিমতলা ঘাট স্ট্রিটে (Neemtala ghat Street) একটি...

আর জি কর-কাণ্ডে ৪ অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে লালবাজারকে নির্দেশ শিয়ালদহ আদালতের

আর জি কর কাণ্ডে এবার কলকাতা পুলিশের (Kolkata Police) ৪ অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে লালবাজারকে (Lalbazar) নির্দেশ দিল...

জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে… ‘ব্যাডস অফ বলিউড’-এ গ্রেফতারির স্মৃতি ফেরালেন আরিয়ান

একেই বলে 'বাপ কা বেটা', আরিয়ান খান (Aryaan Khan) পরিচালিত 'দ্য ব্যাডস অফ বলিউড’-এর স্ট্রিমিং শুরু হতেই দর্শকের...