Saturday, January 10, 2026

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত ১৫ অগাস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষে দিতে হয়েছিল ভেন্টিলেশনে। বয়স হয়েছিল ৬২। অভিনয় ছাড়াও রাজনীতির ময়দানেও পা রেখেছিলেন তিনি।

অপরূপা ছবি থেকে কেরিয়ার শুরু জয়ের (Joy Banerjee)। বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। এর পরে সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একের পর এক হিট ছবিতে নায়ক ছিলেন জয়। তাঁর লিপে বহু গান সেই সময় জনপ্রিয় হয়। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান তিনি। টলিপাড়ায় চুমকি ও জয়ের প্রেমগুঞ্জনও শোনা গিয়েছিল সেই সময়ে। তবে বেশ কিছুদিন হল অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি।

রাজনীতিতে যোগ দেন জয়। ২০১৪ ও ২০১৯ বীরভূম ও উলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয়। কিন্তু ২০২১ সালের নভেম্বরে, তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না।

তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে প্রথমে বিয়ে হয় জয়ের। বিচ্ছেদের পরে বিয়ে করেন অঙ্কিতা বন্দ্যোপাধ্য়ায়কে। অভিনেতার সহকারী ছোটু সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৫ অগাস্ট তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। ১৭ অগাস্ট থেকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই এদিন সকালে মৃত্যু হয় তাঁর। রয়েছেন জয়ের স্ত্রী ও মা। এদিনই তাঁর শেষকৃত্য হবে।

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...