Sunday, January 11, 2026

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

Date:

Share post:

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু জাতীয় দলে প্রত্যাবর্তন এখনও হল না নেইমারের।

জাতীয় দলের প্রত্যাবর্তন আরও দীর্ঘায়িত হল নেইমার জুনিয়রের। দল ঘোষণার আগের দিনই চোটের সমস্যা শুরু হয়, ফলে ব্রাজিল দলে জায়গা করে নিতে পারলেন না নেইমার।ব্রাজিল ভক্তরা  আশা করেছিলেন, নেইমার হয়তো দলে থাকবেন। কিন্ত তাদের হতাশ হতে হল।

আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল খেলতে নামছে চিলির বিরুদ্ধে। ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির দল। কিন্তু এই দুটি ম্যাচেই দলে জায়গা হল না নেইমারের।

আল হিলাল থেকে ছোটবেলার ক্লাব স্যান্টোসে(santosh) গিয়েছেন নেইমরা। কিন্তু সেখানেও সঙ্গী হয়েছে একরাশ ব্যর্থতা। ব্রাজিল দল ঘোষণার আগের দিনই হাঁটুর লিগামেন্টে ফের সমস্যা শুরু হয় নেইমারের। ২০২৩ সাল থেকে যে সমস্যা ভোগাচ্ছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে। এই চোটের জন্যই টানা দু’বছর জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। আগামী দুটি ম্যাচেও ৩৩ বছর বয়সি তারকাকে হলুদ সবুজ জার্সিতে দেখা যাবে না।

দলে স্থান পাননি ভিনিসিয়াস জুনিয়রও(vinicius jr) রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াসকে কেন দলে রাখা হল না, সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। মনে করা হচ্ছে ভিনিকে বিশ্রাম দেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে  পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কার্লো আন্সেলোত্তি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করেছে।

ব্রাজিল কোচ  আন্সেলোত্তির অবশ্য জানিয়েছেন, “নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে। তবেই ও দলকে সাহায্য করবে। শেষ দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাইব পয়েন্ট তালিকায় ভালো জায়গায় শেষ করতে।”

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)। আরও একটা বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু জাতীয় দলে প্রত্যাবর্তন এখনও হল না নেইমারের।
জাতীয় দলের প্রত্যাবর্তন আরও দীর্ঘায়িত হল নেইমার জুনিয়রের। দল ঘোষণার আগের দিনই চোটের সমস্যা শুরু হয়, ফলে ব্রাজিল দলে জায়গা করে নিতে পারলেন না নেইমার।ব্রাজিল ভক্তরা আশা করেছিলেন, নেইমার হয়তো দলে থাকবেন। কিন্ত তাদের হতাশ হতে হল।
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল খেলতে নামছে চিলির বিরুদ্ধে। ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির দল। কিন্তু এই দুটি ম্যাচেই দলে জায়গা হল না নেইমারের।

আল হিলাল থেকে ছোটবেলার ক্লাব স্যান্টোসে(santosh) গিয়েছেন নেইমরা। কিন্তু সেখানেও সঙ্গী হয়েছে একরাশ ব্যর্থতা। ব্রাজিল দল ঘোষণার আগের দিনই হাঁটুর লিগামেন্টে ফের সমস্যা শুরু হয় নেইমারের। ২০২৩ সাল থেকে যে সমস্যা ভোগাচ্ছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে। এই চোটের জন্যই টানা দু’বছর জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। আগামী দুটি ম্যাচেও ৩৩ বছর বয়সি তারকাকে হলুদ সবুজ জার্সিতে দেখা যাবে না।
দলে স্থান পাননি ভিনিসিয়াস জুনিয়রও(vinicius jr) রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াসকে কেন দলে রাখা হল না, সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। মনে করা হচ্ছে ভিনিকে বিশ্রাম দেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কার্লো আন্সেলোত্তি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করেছে।
ব্রাজিল কোচ আন্সেলোত্তির অবশ্য জানিয়েছেন, “নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে। তবেই ও দলকে সাহায্য করবে। শেষ দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাইব পয়েন্ট তালিকায় ভালো জায়গায় শেষ করতে।”

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...