‘যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে দিচ্ছে এই স্বর্গীয় অনুভূতির সাক্ষী হওয়ার’- এভাবেই কেনিয়ায় ছুটির মুডে থাকা টলিউড পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) সমাজমাধ্যমে ভাগ করে নিলেন অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক (Amboseli National Park) ভ্রমণের অনুভূতি।
কেনিয়ার এই জাতীয় উদ্যানে ৬৫ বছর বয়সী হাতি ‘ক্রেগ’-এর ছবি পোস্ট করে পরিচালক – অভিনেতা লেখেন, কেনিয়া ভ্রমণ না করলে পৃথিবীতে বেঁচে থাকার কোনও অর্থ নেই।
প্রকৃতির বিস্ময় পশু পাখিদের মাঝে সময় কাটানো এক পরম প্রাপ্তি বলে জানিয়েছেন অরিন্দম। স্ত্রীকে নিয়েই বিদেশের প্রকৃতির মাঝে শান্তি আর ভালো লাগা অনুভূতির খোঁজ পেলেন পরিচালক। পূর্ব আফ্রিকার পরিচিত পাখি সুপার্ব স্টার্লিং- এর ছবিও পোস্ট করেছেন তিনি।
তুলে ধরেছেন দক্ষিণ ও পূর্ব আফ্রিকার আকর্ষণীয় পাখি গ্রে ক্রাউনড ক্রেনকেও।
কেনিয়ায় নাইভাশা হ্রদ ভ্রমণের মনোমুগ্ধকর অভিজ্ঞতার কথাও ছবিতে তুলে ধরেছেন ‘শবর’ পরিচালক।
–

–

–

–

–

–

–

–

–

–

–