জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

Date:

Share post:

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই এখন শীর্ষে।সুপার সিক্স(Super Six) কার্যত নিশ্চিত করতে ইস্টবেঙ্গল(Eastbengal) তাঁদের সিনিয়র দলের ছয় জন ফুটবলারকে জর্জের বিরুদ্ধে প্রথম একাদশে খেলান ৷ পিভি বিষ্ণু(PV Bishnu), সৌভিক চক্রবর্তী, ডেভিড লালহ্লানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, দেবজিৎ মজুমদারকে ম্যাচের শুরু থেকেই মাঠে নামান বিনো জর্জ। কিন্তু তারপরেও প্রথম ৪৫ মিনিটে প্রত্যাশা অনুসারে খেলতে পারেনি লাল হলুদ। একের পর এক সুযোগ নষ্ট করতে থাকেন লাল হলুদ ফুটবলাররা।

প্রথমার্ধে জর্জের রক্ষণ ভেদ করতে পারেনি লাল-হলুদ শিবির। বিরতির সময়ে খেলার ফল ছিল ০-০। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে গেল।সৌজন্যে সায়ন ব্যানার্জী(Sayan Banerjee)। বিনো জর্জের একটা চালেই বদলে গেল ইস্টবেঙ্গলের খেলার চিত্রটাই।

ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোলটি আসে বিষ্ণুর পা থেকে।প্রথম গোলের ক্ষেত্রে বাঁ দিক থেকে বল ভাসিয়েছিলেন গুইতে। ডেভিডের হেড জর্জ গোলকিপার তুহিন দে বাঁচালেও ফিরতি বলে বিষ্ণু গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। এরপর গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্ত তা কাজে লাগাতে পারলেন না ডেভিড। পেনাল্টি বক্সের ভিতরে বিষ্ণুকে অবৈধ ভাবে ফেলে দেওয়া হলে রেফারি পেনাল্টি দেন লাল-হলুদকে। ডেভিড পেনাল্টি মিস করলেন।

লাল হলুদের ৮৩ মিনিটে। এবার গোল করেন সায়ন। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করলেন বিষ্ণুর । সংযুক্ত সময়ে গোল করে জর্জ টেলিগ্রাফের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন মনোতোষ। ডেভিড সহজ সুযোগ নষ্ট না করলে খেলার ফল ৫-০ হতে পারত।
জর্জের বিরুদ্ধে জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান শক্তপোক্ত করল লাল-হলদু । ১০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২০।

spot_img

Related articles

অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল, গিলের পরিবর্তে রোহিতই করবেন ভারতের অধিনায়কত্ব?

টেস্টের পর এক দিনে ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন শুভমান গিল(Shubhaman Gill)। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...