Thursday, December 4, 2025

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

Date:

Share post:

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই এখন শীর্ষে।সুপার সিক্স(Super Six) কার্যত নিশ্চিত করতে ইস্টবেঙ্গল(Eastbengal) তাঁদের সিনিয়র দলের ছয় জন ফুটবলারকে জর্জের বিরুদ্ধে প্রথম একাদশে খেলান ৷ পিভি বিষ্ণু(PV Bishnu), সৌভিক চক্রবর্তী, ডেভিড লালহ্লানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, দেবজিৎ মজুমদারকে ম্যাচের শুরু থেকেই মাঠে নামান বিনো জর্জ। কিন্তু তারপরেও প্রথম ৪৫ মিনিটে প্রত্যাশা অনুসারে খেলতে পারেনি লাল হলুদ। একের পর এক সুযোগ নষ্ট করতে থাকেন লাল হলুদ ফুটবলাররা।

প্রথমার্ধে জর্জের রক্ষণ ভেদ করতে পারেনি লাল-হলুদ শিবির। বিরতির সময়ে খেলার ফল ছিল ০-০। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে গেল।সৌজন্যে সায়ন ব্যানার্জী(Sayan Banerjee)। বিনো জর্জের একটা চালেই বদলে গেল ইস্টবেঙ্গলের খেলার চিত্রটাই।

ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোলটি আসে বিষ্ণুর পা থেকে।প্রথম গোলের ক্ষেত্রে বাঁ দিক থেকে বল ভাসিয়েছিলেন গুইতে। ডেভিডের হেড জর্জ গোলকিপার তুহিন দে বাঁচালেও ফিরতি বলে বিষ্ণু গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। এরপর গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্ত তা কাজে লাগাতে পারলেন না ডেভিড। পেনাল্টি বক্সের ভিতরে বিষ্ণুকে অবৈধ ভাবে ফেলে দেওয়া হলে রেফারি পেনাল্টি দেন লাল-হলুদকে। ডেভিড পেনাল্টি মিস করলেন।

লাল হলুদের ৮৩ মিনিটে। এবার গোল করেন সায়ন। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করলেন বিষ্ণুর । সংযুক্ত সময়ে গোল করে জর্জ টেলিগ্রাফের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন মনোতোষ। ডেভিড সহজ সুযোগ নষ্ট না করলে খেলার ফল ৫-০ হতে পারত।
জর্জের বিরুদ্ধে জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান শক্তপোক্ত করল লাল-হলদু । ১০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২০।

spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...