Monday, January 12, 2026

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে”- তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চ থেকে SIR নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন অভিষেক।

বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডের সমাবেশের মঞ্চে অভিষেক বলেন, ”আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি মনে করি ২১ জুলাইয়ের বৈশিষ্ট একই বৈশিষ্ট লক্ষ করছি। আমি মনে করি আজকের সমাবেশ সর্বকালের সেরা ছাত্র সমাবেশ।”

এর পরেই একের পর উদাহরণ তুলে বিজেপিকে তুলোধনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাছত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে। যদি ১০ জনের ভোটাধিকার বিজেপি সরকার কাড়তে চায়, তা হলে তৃণমূল ১০ লক্ষ মানুষ নিয়ে দিল্লির রাজপথ দখল করবে।”

ভোটার তালিকার নিবিড় সংশোধনী (SIR) নিয়েও ক্ষোভ উগরে দেন অভিষেক। বলেন, ”বিজেপি SIR করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। তাদেরকে বাংলা ২৬ সালে যোগ্য জবাব দেবে।” ছাত্র-যুবদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”এসআইআর বিরুদ্ধে ছাত্র যুবরা রাস্তায় নামবে না। ২০২৬ সালে ভোটে যোগ্য জবাব দেবে না।  বিজেপি মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাছতে এখন সরকার মানুষ বেছে নিচ্ছে। ১০০ দিনের কাজ নিয়ে লড়াই করেছি। আমাদের মহিলা এমপিরা রাস্তায় টেনে ফেলে, আমরা ৬৯ লক্ষ জব কার্ডকে ব্যাঙ্কে টাকা দিয়েছে। ১০ কোটি বঙ্গবাসী বাংলাদেশীকে বলছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করব।”

বাংলার বঞ্চনা নিয়ে গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”বাংলার অপমানের জবাব দেওয়া হবে। বাংলার কৃষকের বঞ্চনাকে জবাব দেওয়া হবে। জল জীবন মিশন, আবাসের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না? ঐক্যবদ্ধ লড়াই করব।” চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ”আগে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের প্রতিহত কর, তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়বে। এরাই ১০-০ করে দেবে সিপিএম-বিজেপিকে।”

অভিষেকের কথায়, ২০২৬ সালে আমরা বিজেপিকে (BJP) এক ইঞ্চি জমি ছাড়ব না। মোদির আত্মনির্ভর ভারতের কথা বলেছিল আমরা মমতার নেতৃত্বে স্বনির্ভর  বাংলা। আজ যুদ্ধের দামামা বাজল। আগামী বছর চতুর্থবার মমতা সরকার করে জয়ধ্বনি তুলব। সবাই  তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু ১০ কোটি মানুষ পক্ষে। আগের বারের থেকে আসন বৃদ্ধি পাবে আমি কথা দিয়ে যাচ্ছি। কুৎসা যত বেড়েছে ততই সমর্থন বেড়েছে। এবার বিজেপি ৫০ পেরিয়ে দেখাক। আমরা ভেঙে দাও করি না সাজিয়ে দাও করি।”

spot_img

Related articles

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...