দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দুর্গাপূজায় অনুদান দেওয়া নিয়ে বিরোধীরা নানান রকম কুরুচিকর মন্তব্য করেছিল। কিন্তু উচ্চ আদালত অনুদানের পক্ষেই রায় দিয়েছে।

আর রাজ্য যে পরিমাণে অনুদান দেয়, তাতে বৃহৎ কর্মসংস্থান যেমন হয়, তেমনই বহুদরিদ্র মানুষের মুখেও হাসি ফোটে। সবদিকে মিলিয়ে দুর্গাপুজোয় প্রায় এক কোটি টাকার ব্যবসা হয়। বিরোধীদের কটাক্ষ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাঙ্গন তৈরি করব আমরা। তাকিয়ে তাকিয়ে দেখবেন আর কুমড়োর মতো ফুলবেন। গরিব লোকেরা কেউ ঢাক বাজায়। কেউ প্যান্ডেল তৈরি করে, পাড়ার মেয়েরা এক মাস ধরে কাজ করে।

–

–

–

–

–

–

–

–

–