মেট্রোর যাত্রা দিন দিন শহরের মানুষের কাছে বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে। সেই ভোগান্তিতে নতুন সংযোজন – রাতের শেষ মেট্রো বন্ধ করার সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন দুই রুটকে মেট্রোর দক্ষিণেশ্বর-কবি সুভাষ ব্লু লাইনের (Blue Line) সঙ্গে যুক্ত করার পর থেকে কোনওভাবেই যে মেট্রোর সময় ও পরিষেবার মধ্যে তালমিল রাখা সম্ভব হচ্ছে না মেট্রো কর্তৃপক্ষের দ্বারা, এই সিদ্ধান্ত তার আরও একটি প্রতিফলন।

কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হল, ব্লু লাইনে শেষ মেট্রো আর চালানো হবে না আপাতত। শহিদ ক্ষুদিরাম ও দমদম দুটি স্টেশন থেকে শেষ মেট্রোর (last metro) সময় ছিল রাত ১০.৪০ মিনিটে। সেই মেট্রো আপাতত আর চালাবে না কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বুধবার থেকে পাওয়া যাবে না এই পরিষেবা। তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার এই শেষ মেট্রো বন্ধ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ভারত থেকে লাভ ১০ হাজার কোটি ডলারের বেশি! তবু ভারতকেই দোষ ট্রাম্পের

তবে তাতে আদৌ সাধারণ যাত্রী দুর্ভোগ কতটা কমবে তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। যদিও তার সঙ্গে এই শেষ মেট্রো বন্ধের সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। দিনের ব্যস্ত সময়ে, অফিস টাইমে নিয়মিত মেট্রোর পরিষেবা ও তাতে ভিড় নিয়ন্ত্রণ আদৌ কবে সম্ভব হবে, তা নিয়ে আজও নিরুত্তর মেট্রো কর্তৃপক্ষ।

–

–

–

–

–

–