নতুন অবতারের মহেন্দ্র সিং ধোনি ( MS Dhoni)! এর আগে একটি দক্ষিণী সিনেমায় প্রযোজক ছিলেন। এবার কী অভিনয়ে আসতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক? মাহিকে নিয়ে জল্পনা তুঙ্গে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাধবন (R Madhavan) একটি টিজার পোস্ট করেছেন। সেখানেই ধোনিকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন লুকে। সিনেমার টিজারের নয়া অবতারে পাওয়া গিয়েছে তাঁকে। ভিডিওতে দেখা গিয়েছে ধোনির গায়ে কালো পোশাক, চোখে কালো চশমা। হাতে বন্দুক নিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

এই ভিডিওতে রীতিমতো অ্যাকশন মেজাজের দেখা গিয়েছে ধোনিকে। কখনও গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছেন আবার কখনও আক্রমণ করেছেন ভিলেনকে। সোশ্যাল মিডিয়ায় জল্পনা আরও বেড়েছে মাধবনের পোস্টের ক্যাপশেন। তিনি লিখেছেন, সিনেমার নাম দ্য চেজ (The Chase)। পরিচালক ভাষাণ বালা(Vasan Bala)।

এর আগে বিজ্ঞাপনের প্রচারে ধোনিকে ক্যামেরার সামনে দেখা গিয়েছিল। এবার কী সিনেমায় আসতে চলেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক? সেই জল্পনার মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।এর আগে তাঁর বায়োপিক তৈরি হয়েছিল, সেই সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল।

২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।কিন্তু এখনও আইপিএল খেলে যাচ্ছেন ধোনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই তাঁকে ‘মেন্টর’ করে নিয়ে আসা হয়েছিল। সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ভারতকে। ধোনিও ছেড়ে দেন।

আরও পড়ুন: বিশ্ব তিরন্দাজিতে সোনা জয় ভারতীয় পুরুষদের, ফাইনালে হার মহিলাদের

তার পর থেকে ভারতীয় টিমের সঙ্গে ধোনিকে কখনও দেখা যায়নি। কিন্তু জল্পনা তৈরি হয়েছে, আগামী দিনে ক্যাপ্টেন কুলকে কোনও ভাবে ভাবা হয়, তা হলে হয়ত আরও বড় ভূমিকায় ভাবা হবে।
–
–

–
–